• অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর ২০২১
  • " />

     

    আবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে সাকিব, শীর্ষ দশে মোস্তাফিজ

    আবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে সাকিব, শীর্ষ দশে মোস্তাফিজ    

    অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটা দুর্দান্ত কেটেছে সাকিব আল হাসানের, হয়েছেন সিরিজসেরা। সেটার পুরস্কার পেয়েছেন র‍্যাংকিংয়ে। ২০১৭ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন। ওদিকে ২০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ দশে ঢুকে গেছেন মোস্তাফিজুর রহমানও। 

    একটা সময় টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে থাকলেও ২০১৭ সালের পর সাকিব নেমে গিয়েছিলেন শীর্ষস্থান থেকে। এরপর ২০১৯ নিষিদ্ধ হওয়ার পর র‍্যাংকিং হারান। গত বছর আবার মাঠে ফিরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ভালো করেছিলেন, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সই তাকে আবার নিয়ে এসেছে শীর্ষে। মোহাম্মদ নবীকে টপকে একে উঠে এসেছেন সাকিব, তবে দুজনের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ব্যাটসম্যানদের তালিকায় ৫৩ নম্বরে আছেন সাকিব, অন্যদিকে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ১২ নম্বরে। 

    অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকজনও ছিলেন অপ্রতিরোধ্য। মোস্তাফিজও এগিয়েছেন অনেক, ২০ ধাপ এগিয়ে ৩০ থেকে উঠে এসেছেন ১০ নম্বরে। শেষ ওয়ানডে দারুণ বল করে ২৬ ধাপ এগিয়ে মোহাম্মদ সাইফ উদ্দিন আছেন ৪৩ নম্বরে। অন্যদিকে আরেক উজ্জ্বল নাসুম আহমেদ প্রথমবারের মতো শীর্ষ ১০০তে ঢুকেছেন। ১০৩ ধাপ এগিয়ে আছেন ৬৬ নম্বরে।