• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিক অফের আগে: রোনালদো-সালাহ, সোলশার-ক্লপ, এবং ওল্ড ট্র্যাফোর্ডে কিছু অস্বস্তি

    কিক অফের আগে: রোনালদো-সালাহ, সোলশার-ক্লপ, এবং ওল্ড ট্র্যাফোর্ডে কিছু অস্বস্তি    

    ইংলিশ প্রিমিয়ার লিগ, ম্যানচেস্টার ইউনাইটেড- লিভারপুল

    ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার


    প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচ ডে আর মাত্র কয়েক ঘণ্টা দূরে। রমরমা রবিবারে ঠাসা যত আকর্ষণীয় ম্যাচ, তার মধ্যে সবচেয়ে আগ্রাসী ৯০ মিনিট বরাদ্দ থাকবে এই ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচের জন্যই। নিঃসন্দেহে প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় দুই তারকার লড়াইটাও দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় ফিক্সচার নর্থ-ওয়েস্ট ডার্বিতে।


    সাম্প্রতিক ফর্ম

     

    ওল্ড ট্র্যাফোর্ডের অসংখ্য স্মরণীয় রাতের মাঝে ম্যান ইউনাটেড-আটালান্টার ম্যাচটি কোন অংশে পিছিয়ে থাকবে না। অসম্ভবকে সম্ভব করে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে ম্যাচ জিতে ছেড়েছে রেড ডেভিলরা। কিন্তু তার অর্থ এই নয় যে স্বস্তিতে আছেন ম্যান ইউনাইটেড বস ওলে গানার সোলশার। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ ম্যাচ জিতেছে প্রায় এক মাস আগে, সেপ্টেম্বরের ২৫ তারিখে অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে। এরপর এভারটনের সঙ্গে ড্র, আর লেস্টারের মাঠে ৪-২ গোলে অসহায় আত্মসমর্পন বাড়িয়েছে সোলশারের কপালে ভাঁজ। সবশেষ তিন প্রিমিয়ার লিগ ম্যাচে ‘ফ্লপ’ রোনালদো, ইউসিএল ম্যাচে উইনিং গোল তার থেকে এলেও তার প্রেস আর ওয়ার্ক রেট নিয়ে নিন্দা শোনা যাচ্ছে জোরেসোরে। মাঝমাঠে ফ্রেড-ম্যাকটমিনের বোঝাপড়াটা এখনো জমেনি। সবচেয়ে বড় বোঝা বইছেন সোলশার নিজেই, একটু এদিক-ওদিক হলেই চাকরিটা খোয়া যেতে পারে বলেই জোর ধারণা।

    অন্যদিকে ওয়ান্ডা মেট্রোপলিটানোর ‘ক্রাঞ্চ ম্যাচে’ অ্যাটলেটিকোকে ২-৩ গোলে হারিয়ে এসেছে ক্লপের অল রেডরা। লিভারপুল ফ্রন্ট থ্রি’র তিনজনই আছেন দুর্ধ্বর্ষ ফর্মে, আর সালাহ সম্ভবত আছেন তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সিজন শুরুর পর ১১ ম্যাচে করেছেন ১২ গোল! ম্যানচেস্টার সিটি আর ওয়াটফোর্ডের বিপক্ষে করেছেন চোখ ধাঁধাঁনো দুটি গোল। ববি ফিরমিনো শেষ ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিক, মানেও করছেন নিয়মিত গোল। অল রেডদের ব্যাকলাইনও আছে দারুণ ছন্দে। ফর্ম আর সাম্প্রতিক ফলাফল মিলিয়ে তাই ওল্ড ট্র্যাফোর্ডের মাঠে এগিয়ে থাকছে ক্লপের শিষ্যরাই।


    হেড টু হেড

     

    হেড টু হেড ফলাফলে সোলশারের চেয়ে বেশ এগিয়ে ইউর্গেন ক্লপ। মুখোমুখি সাক্ষাতে এখন পর্যন্ত হারের মুখ দেখেননি অল রেড বস। শেষ সাক্ষাতে ওল্ড ট্র্যাফোর্ডেই ২-৪ গোলে ক্লপের কাছে হেরেছেন সোলশার। আর লিভারপুলের সঙ্গে সবশেষ ১০ সাক্ষাতে মাত্র একবারই জিততে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।


    ইনজুরির খবর

     

    বিভিন্ন মিডিয়া আউটলেট বলছে, আটালান্টা ম্যাচের পর ইনজুরিতে পড়েছেন ম্যান ইউনাইটেড মিডফিল্ডের ভরসা ব্রুনো ফারনান্দেজ। তবে সোলশার বলেছেন, রবিবারের আগেই ম্যাচে তাকে পাওয়ার আশা করছেন তিনি। চোটে পড়েছেন ফ্রেড এবং র‍্যাশফোর্ডও, তবে তাদের ম্যাচে থাকা না থাকা নিয়ে কিছু জানাননি সোলশার।

    লিভারপুল দলে নেই তেমন ইনজুরি শঙ্কা। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরতে পারেন কার্টিস জোনস। শুধু থিয়াগোই থাকছেন না এই ম্যাচে।


    সম্ভাব্য স্কোয়াড

     

    ম্যান ইউনাইটেড: ডি গেয়া, হ্যারি ম্যাগুয়ার, ভিক্টর লিন্ডলফ, লুক শ, অ্যারন ওয়ান বিসাখা, ফ্রেড, পল পগবা, মেসন গ্রিনউড, ব্রুনো ফারনান্দেজ, জেইডন স্যাঞ্চো, ক্রিস্টিয়ানো রোনালদো (৪-২-৩-১)

    লিভারপুল: অ্যালিসন বেকার, ভার্জিল ভ্যান ডাইক, জোয়েল মাতিপ, অ্যান্ডি রবার্টসন, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, ফাবিনিয়ো, জর্ডান হেন্ডারসন, নাবি কেইটা, সাদিও মানে, মো সালাহ, রবার্তো ফিরমিনো (৪-৩-৩)