টটেনহামের ম্যাচ দেখবেন না রানিয়েরি!
ইতিহাসটা গড়া হয়ে যেতে পারতো গতকালই। তবে ইউনাইটেডের সাথে ড্র করে লেস্টার সিটির প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয় আটকে গেছে আরও এক বা দুই ম্যাচের জন্য। অবশ্য ইতিহাস রচনার ভারটা এই মুহূর্তে আর এককভাবে ফক্সদের হাতে নেই। আজ রাতের ম্যাচে টটেনহ্যাম চেলসিকে হারাতে ব্যর্থ হলেই নিশ্চিত হয়ে যাবে লেস্টারের লিগ শিরোপা। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচটাই কিনা দেখবেন না লেস্টার সিটি ম্যানেজার ক্লদিও রানিয়েরি!
তবে এর পিছনে রহস্যজনক কোনো কারণ নেই। গতকাল স্থানীয় সময় গভীর রাতে রানিয়েরি পাড়ি জমিয়েছেন নিজ দেশ ইতালির উদ্দেশ্যে, তাঁর ৯৬ বছর বয়সী বৃদ্ধা মায়ের সাথে দেখা করতে। আগামী ৮ মে মা দিবসের দিন তাঁকে হয়তো ব্যস্ত থাকতে হবে লিগ নিয়েই। আর তাই খানিক আগেভাগেই মায়ের সাথে সাক্ষাতের কাজটা সেরে রাখছেন। আজ সোমবার সেখানে মধ্যাহ্ন ভোজ সেরে রানিয়েরির ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে। আর সেজন্যেই হয়তো ম্যাচটা দেখা হবে না তাঁর, “আমার মনে হয় তখন আমি ফিরতি বিমানে থাকবো...ল্যান্ড করেই ম্যাচের ফল জেনে নেবো।”
গতকালের ম্যাচের ফল নিয়েও সন্তুষ্ট লেস্টার কোচ। জিমি ভার্ডিকে ছাড়া এই স্কোরলাইনটাই কঠিন ছিল বলে মনে করেন তিনি, “প্রথম পনেরো মিনিট বাদ দিলে আমাদের পারফরম্যান্স অবশ্যই ভালো ছিল। ওই সময়টায় আমরা খানিক ভড়কে গিয়েছিলাম। ইউনাইটেড দারুণ শুরু করেছিল, আমাদের জন্য এরপর ঘুরে দাঁড়ানোটাও সহজ ছিল না। তাছাড়া জিমি ভার্ডিকে ছাড়া কাজটা আমাদের জন্য কঠিনই। তবে গোলের পর আমরা ভালো খেলেছি এবং আমি মনে করি ড্র-ই এই ম্যাচের উপযুক্ত ফলাফল।”