• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    রোনালদো-ব্রুনো-ফেলিক্স: তারকায় ঠাসা পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড

    রোনালদো-ব্রুনো-ফেলিক্স: তারকায় ঠাসা পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড    

    আজ বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। সেখানে যথারীতি জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সসহ দলের সুপরিচিত সকল তারকা। অধিনায়ক রোনালদো এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।

    রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগ মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ একটি দল ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। প্রতিটি পজিশনেই আবার রয়েছেন একাধিক শীর্ষস্থানীয় খেলোয়াড়। ইনজুরির জন্য ডিয়গো জোটা ছিটকে গেলেও দলে রয়েছেন রোনালদো, ফেলিক্স ও আন্দ্রে সিলভার মতো ফরওয়ার্ডরা। 

    সেই অর্থে তেমন কোনো চমক না থাকলেও এবার দলে জায়গা হয়নি রেনেতো সানচেজের। গত বিশ্বকাপে নজরকাড়া এই তরুণ মিডফিল্ডার এই মৌসুমে পিএসজির জার্সিতে একেবারেই জ্বলে উঠতে পারেননি। 

    পূর্ণ স্কোয়াড: 

    গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, ডিয়োগো কস্তা, জোসে সা। 

    রক্ষণ: জোয়াও ক্যানসেলো, ডিওগো ডালোত, পেপে, রুবেন দিয়াজ, দানিলো পেরেরা, অ্যান্টোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গেরেরো।  

    মধ্যমাঠ: উইলিয়াম, ব্রুনো ফার্নান্দেজ, পালিনহা, ভিটিনহা, ওটাভিহো, ম্যাথিয়াস নুনেস, বের্নার্দো সিলভা, জোয়াও মারিও। 

    আক্রমণ: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, আন্দ্রে সিলভা, গনসালো রামোস।