• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    ওয়ানডেতে এই বছর বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও উইকেট কার?

    ওয়ানডেতে এই বছর বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও উইকেট কার?    

    ওয়ানডেতে এই বছরটা বাংলাদেশের জন্য ছিল ভুলে যাওয়ার মতো। এই বছর মাত্র ৯টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, কোভিডের আগে এত কম কম ওয়ানডে খেলেছিল সেই ২০০২ সালে। এই বছর বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ও উইকেট কার? 

    ব্যাটারদের মধ্যে এই বছর বাংলাদেশের সবচেয়ে সফল মাহমুদউল্লাহ। ৪৮.১৪ গড়ে ৯ ম্যাচে করেছেন ৩৩৭ রান, ৩০৫ রান করে মেহেদী হাসান মিরাজ আছেন দুইয়ে। ৭১.৫ গরে এই বছর ২৮৬ রান করেছেন ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত, এই বছর ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি তার। ২৫৭ রান আছে সৌম্য সরকারের, তানজিদ তামিম করেছেন ২৩৪ রান। 

    ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এই বছর সবচেয়ে বেশি উইকেট তাসকিন আহমেদের। ৭ ম্যাচে ২৩.৯২ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। মোস্তাফিজুর রহমান এই বছর খেলেছেন মাত্র ৪টি ওয়ানডে, নিয়েছেন ১০ উইকেট। ৮ উইকেট আছে মেহেদী হাসান মিরাজের, ৭ উইকেট আছে শরিফুল ইসলামের। ৫ উইকেট আছে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের।