রিশাদের রেকর্ড ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম বছর
টি-টোয়েন্টি বাংলাদেশের মূল শক্তি কখনোই নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপটাও এই বছর শেষ পর্যন্ত মনে রাখার মতো হয়নি বাংলাদেশের। তবে এই বছরেই কাগজে কলমে বাংলাদেশের টি-টোয়েন্টির সফলতম বছর, সবচেয়ে বেশি ম্যাচ জেতা এই বছরেই। আর রিশাদ হোসেন এই ফরম্যাটে এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এই বছরেই।
২০২৪ সালে বাংলাদেশ ২৪টি টি-টোয়েন্টি খেলে জিতেছে ১২টিতে। এক বছরে এর আগে এতগুলো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টি ম্যাচ খেলে জিতেছে বাংলাদেশ। তবে ২০২৩ সালে ১৪টি টি-টোয়েন্টি খেলে ১০টিতেই জিতেছিল বাংলাদেশ।
অন্যদিকে রিশাদ হোসেনের এই বছরটা গেছে স্বপ্নের মতো। এই বছর ২৪ ম্যাচে তার উইকেট ৩৫টি, এক বছরে এতগুলো উইকেট টি-টোয়েন্টিতে নেওয়ার কীর্তি নেই আর কোনো বাংলাদেশের বোলারের। রিশাদের পরেই আছেন তাসকিন আহমেদ, তিনিও ৩০ উইকেট নিয়েছেন এই বছরেই,। আর ২০২১ সালে ২৮ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।