• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সূচি কখন

    দেখে নিন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সূচি কখন    

    হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে, নিশ্চিত করেছে আইসিসি। ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য সূচিও। 

    চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারিতে দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের মিশন। এরপর বাংলাদেশ চলে আসবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইতে।

    অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল। যদি সেমিতে ভারত ওঠে, তাহলে ম্যাচগুলো হবে আরব আমিরাতে। আর নাহলে সেগুলো হবে পাকিস্তানে।