• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর, ২০২৪
  • " />

     

    টেস্টে এই বছর বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও উইকেট কার?

    টেস্টে এই বছর বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও উইকেট কার?    

    টেস্ট ক্রিকেটে ঘটনাবহুল এক বছর কাটাল বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি টেস্ট জিতেছে দেশের বাইরে, এর মধ্যে আছে দুই টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করা। কারা এই বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ও উইকেট নিয়েছেন? 

    ব্যাটারদের তালিকার সবার ওপরে আছেন একজন অলরাউন্ডার, মেহেদী হাসান মিরাজ। এই বছর ১০ টেস্টে ৩৮.৩৭ গড়ে ৩১৪ রান করেছেন মিরাজ, তবে সেঞ্চুরি নেই একটিও। ৫২৯ রান নিয়ে এর পরেই আছেন মুমিনুল হক। ৩৯৪ রান আছে লিটনের, ৩৬৪ রান সাদমান ইসলামের। আর মুশফিকুর রহিমের রান ৩৩১। 

    বোলারদের তালিকায়ও সবার ওপরে মিরাজ। এই বছর ৩৬ গড়ে নিয়েছেন ৩১ উইকেট। ৩০ উইকেট আছে হাসান মাহমুদ, যেটা এক বছরে কোনো বাংলাদেশি পেসারের টেস্টে সর্বোচ্চ উইকেট। ২৫ উইকেট আছে তাইজুল ইসলামের, নাহিদ রানার আছে ২০টি ও তাসকিন আহমেদের ১৯টি।