• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    এনরিকের স্পেনে চমক থাকলেও অনুমিত নামদের নিয়েই ডাচদের স্কোয়াড ঘোষণা

    এনরিকের স্পেনে চমক থাকলেও অনুমিত নামদের নিয়েই ডাচদের স্কোয়াড ঘোষণা    

    বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন ও নেদারল্যান্ডস। লুইস এনরিকের স্পেনে রয়েছে কিছু চমক; তবে নেদারল্যান্ডসের কোচ হিসেবে দায়িত্বে ফেরা লুই ভ্যান হাল দল সাজিয়েছেন অনুমিত সব নাম দিয়েই।

    স্পেন স্কোয়াডে নেই সার্জিও রামোস, থিয়াগো আলকান্তারার মত বড় সব নাম। রামোসকে দলে না রাখার ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখছেলিন এনরিকে। বুস্কেটস, কারভাহাল, কোকেদের ছাড়া সেই অর্থে অভিজ্ঞ খেলোয়াড় তেমন একটা নেই স্পেন স্কোয়াডে। এর আগে বিশ্বকাপ খেলা মোরাতা, অ্যাসেন্সিওদের নিয়ে সাজানো ফরওয়ার্ড লাইন আপেও আছে অভিজ্ঞতার অভাব। গত ইউরোর সেমি-ফাইনালিস্টরা বিশ্বকাপে কেমন করবে তা সময়ই বলে দেবে।

    তবে ভ্যান ডাইককে অধিনায়ক করে ঘোষণা করা ভ্যান হালের ডাচ স্কোয়াড হয়েছে যথেষ্ট শক্তিশালী। ডেলি ব্লিন্ড, মেম্ফিস ডিপাইদের মত অভিজ্ঞদের পাশাপাশি তরুণ হাভি সিমোন্স, টাইরেল ম্যালাসিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং, দুর্দান্ত ফর্মে থাকা কোডি গাকপোদের নিয়ে ভারসাম্যপূর্ণ এক দলই সাজিয়েছেন ডাচরা। এক নজরে দেখে নেওয়া যাক স্প্যানিশ ও ডাচদের বিশ্বকাপ স্কোয়াড।