• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    মেসির প্রথম বিশ্বকাপের খোঁজে শক্তিশালী এক স্কোয়াড নিয়ে কাতার যাচ্ছে স্কালোনি বাহিনী

    মেসির প্রথম বিশ্বকাপের খোঁজে শক্তিশালী এক স্কোয়াড নিয়ে কাতার যাচ্ছে স্কালোনি বাহিনী    

    বিশ্বকাপের আগেই লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, কাতারেই তিনি খেলতে যাচ্ছেন তার শেষ বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিলে সোনায় মোড়ানো সেই শিরোপার পাশ দিয়ে হেঁটে গিয়েছিলেন শুন্য হাতে, রুপার পদক গলায় চড়িয়ে। এত কাছে, তবু এত দূরে - মেসির কানে বারবার সে রাতে হয়ত বেজেছিল এই বাণীই। আকাশী নীল জার্সিতে এরপর শিরোপার আক্ষেপ ঘুচিয়েছেন বন্ধুর এক পথ পাড়ি দিয়ে। কোপার পর এবার তাই নজর থাকবে ওই বিশ্বকাপে।

    আর সেই বিশ্বকাপের লড়াইয়ে এবার তিনি পাচ্ছেন একাগ্র সব সেনানী, যারা মেসির জন্য রক্তপাতেও প্রস্তুত। আর দলের পথ প্রদর্শক হিসেবে থাকছেন লিওনেল স্কালোনির মত ধূর্ত, বিচক্ষণ এক কোচ। ২০১৮ বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে এবার মেসি তাই স্বপ্ন বুনছেন, স্বপ্ন বুনছে 'লা আলবিসেলেস্তে'-সমর্থকেরা। সেই স্বপ্ন সারথীদের মধ্যে ইনজুরির জন্য জিওভানি লো সেলসো ছিটকে পড়লেও ইনজুরি শঙ্কা নিয়েই স্কোয়াডে জায়গা পেয়েছেন পাওলো ডিবালা। অ্যাটলেটিকো মাদ্রিদের আনহেল করেয়ার সুযোগ না হলেও ইন্টার মিলানের হোয়াকিন করেয়া পেয়েছেন জায়গা। সেই সাথে রক্ষণভাগেও হুয়ান ফয়েথের জায়গা পাওয়াটাও কিছুটা চমকপ্রদ। তবে কোপা জয়ী মূল তারকাদের প্রায় সবাইকে নিয়ে ৩৫ ম্যাচ টানা অপরাজিত থাকা আর্জেন্টিনা শুধু ইতালির রেকর্ড ভাঙতেই নয়, মুখিয়ে থাকবেন বিশ্বকাপটা নিয়েও ঘরে ফিরতে।  এক নজরে দেখে নিন মেসিদের বিশ্বকাপ স্কোয়াড।