টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা করতে হবে ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে
পাকিস্তানকে নাটকীয়ভাবে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে ১৮৪ রানে হারিয়ে অস্ট্রেলিয়াও খুব কাছে ফাইনালের। তবে কাগজে কলমে এখনো সুযোগ আছে ভারত, এমনকি শ্রীলংকার।
অস্ট্রেলিয়াকে যা করতে হবে
ভারতকে মেলবোর্নে হারানোর পর অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ এখন সহজ। সিডনিতে জিতলেই তাদের ফাইনাল নিশ্চিত। যদি সিডনিতে অস্ট্রেলিয়া ড্র করে তাহলে সুযোগ নিতে পারে শ্রীলংকা। সেক্ষেত্রে শ্রীলংকা তাদের মাটিতে অস্ট্রেলিয়াকে দুই টেস্টেই হারালে তারাই চলে যাবে ফাইনালে। আর যদি সিডনিতে অস্ট্রেলিয়া হারে তাহলে শ্রীলংকার মাঠে গিয়ে অন্তত একটি টেস্টে তাদের জিততেই হবে।
ভারতকে যা করতে হবে
মেলবোর্নে হারের পর ভারতের সমীকরণ আর নিজেদের হাতে নেই। প্রথমে সিডনি টেস্টে তাদের অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। এবং প্রার্থনা করতে হবে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া একটি ড্রয়ের বেশি যাতে কিছু না পায়। যার মানে তখন শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়াকে একটি হারতে ও একটি অন্তত ড্র করতে হবে। সিডনি টেস্টে ড্র করলেই ভারত সমীকরণ থেকে বাদ।
শ্রীলংকাকে যা করতে হবে
শ্রীলংকার সমীকরণ সহজ, সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে হারতে হবে ও নিজেদের মাঠে দুই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে হবে।