• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    বিপিএল ড্রাফট: কে কোন ক্যাটাগরিতে

    বিপিএল ড্রাফট: কে কোন ক্যাটাগরিতে    

    ১৪ অক্টোবর হতে যাচ্ছে এবারের বিপিএলের ড্রাফট। ড্রাফটকে সামনে রেখেই আজ খেলোয়াড়দের ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। সেই সাথে কোন ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন কত হবে সেটাও প্রকাশ করা হয়েছে।

    গত আসরের চেয়ে এবার শীর্ষ তিন ক্যাটাগরিতে বেতন কমানো হয়েছে। এবার এ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ৬০ লাখ টাকা, বি ক্যাটাগরির খেলোয়াড়েরা ৪০ লাখ টাকা, সি ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ২৫ লাখ টাকা, ডি ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ২০ লাখ টাকা, ই ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ১৫ লাখ টাকা, এফ  ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ১০ লাখ টাকা। এর আগে এ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, বি ক্যাটাগরির ছিল ৫০ লাখ টাকা, সি ক্যাটাগরির ছিল ৩০ লাখ টাকা। তবে বাকি তিন ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক পাচ্ছেন আগের আসরের মতোই।

    শীর্ষ দুই ক্যাটাগরিতে কারা জায়গা পেয়েছেন সেটাই এক নজরে দেখে আসা যাক।

     

    ক্যাটাগরি এ

    লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন
     

    ক্যাটাগরি বি

    মাশরাফি বিন মুর্তজা, আনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানভীর ইসলাম, শামিম হোসেন পাটওয়ারি, শেখ মাহেদি হাসান

     

    এছাড়াও ক্যাটাগরি সি-তে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস, মুমিনুল হক, সৌম্য সরকার, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, এবাদত হোসেনের মতো খেলোয়াড়েরা।

    ২৭ ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিপিএলে এবার এছাড়াও আছে বেশ কিছু পরিবর্তন। অভিনেতা শাকিব খানের মালিকানায় ঢাকা এবার খেলবে ঢাকা ক্যাপিটালস নামে। সেই সাথে চট্টগ্রাম আবার ফিরছে চিটাগং কিংস নামে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাবেক বিপিএল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার থাকছে না বিপিএলে।