• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    স্পেনের বিপক্ষে জার্মানির 'ফাইনাল'

    স্পেনের বিপক্ষে জার্মানির 'ফাইনাল'    

    ২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বাদ পরেছিল। এবারও প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে জার্মানির পিঠ দেয়ালে। স্পেনের কাছে আজ হেরে গেলে বেজে যেতে পারে বিদায়ঘন্টা।জার্মান কোচ হান্সি ফ্লিক তাই মনে করিয়ে দিচ্ছেন এটা ফাইনালের আগে আরেকটা ফাইনাল। 

    জার্মানির জন্য আজ কাজটা অনেক দিক দিয়েই কঠিন। প্রথম ম্যাচে ভালো খেলতে খেলতেও খেই হারিয়ে ফেলেছিল জার্মানরা। মুসিয়ালা-গুন্ডোয়ানকে তুলে নেওয়ায় কোচের সমালোচনা হচ্ছিল বেশ। আজকের প্রতিপক্ষ স্পেন আবার প্রথম ম্যাচে সাত গোলে উড়িয়ে দিয়েছিল কোস্টারিকাকে। সেই স্পেনের বিপক্ষে আজ জার্মানদের কাজটা আরও কঠিন হবে। 

    ইতিহাসও ঠিক জার্মানির পক্ষে নেই। সর্বশেষ সাত ম্যাচে স্পেনের বিপক্ষে মাত্র একবার জিতেছে জার্মানি। এর মধ্যে ২০২০ সালে ছয় গোল খাওয়ার অভিজ্ঞতা আছে। তবে দলটা জার্মানি, হারার আগে যারা হারতে জানে না। আজ জাপান-কোস্টারিকা ম্যাচের পরেই জার্মানি জেনে যাবে, পরের পর্বে ওঠার জন্য জয় লাগবেই কি না। তবে ফ্লিক ফাইনাল ধরেই মাঠে নামছেন, 'আজকের ম্যাচটা আমাদের জন্য প্রথম ফাইনালগুলোর একটি।'

    দলের খবর

    প্রথম ম্যাচে চোটের জন্য জার্মান উইঙ্গার লেরয় সানে মাঠে নামতে পারেননি। আজ শুরু থেকে নামতে পারেন মাঠে। রাইটব্যাক নিকলাস সুলেকে সরিয়ে এনে কেহরের বা ক্লস্টারম্যান এমনকি কিমিখকেও খেলাতে পারেন ফ্লিক, এমনও শোনা যাচ্ছে।

    স্পেনের সবাই আগের ম্যাচে কমবেশি ভালো করেছেন। তবে দলে তারপরও পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ লুইস এনরিকে।