• Other
  • " />

     

    কবে মাঠে ফিরছে আপনার ক্লাব?

    কবে মাঠে ফিরছে আপনার ক্লাব?    

    বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবার মাঠে গড়াচ্ছে ক্লাব ফুটবল। আজকে রাতেই কারাবাও কাপের ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলি। চলুন দেখে নেওয়া যাক কোন লিগ ও কাপের খেলা কবে থেকে শুরু হচ্ছে- 

    কারাবাও কাপ 

    বিশ্বকাপের পর শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলোর মধ্যে ইংল্যান্ডের লিগ কাপই প্রথমে শুরু হয়েছে। বড় দলগুলোর মধ্যে আজ মাঠে নামবে ইউনাইটেড, আগামীকাল মুখোমুখি হবে ম্যান সিটি ও লিভারপুল। 

    ইংলিশ প্রিমিয়ার লিগ 

    বড়দিনের সময়টায় সব লিগে খেলা বন্ধ রাখা হলেও ইংল্যান্ড তার ব্যতিক্রম। এই সময়কার ম্যাচগুলো থেকেই সবচেয়ে বেশি টিভি সত্ত্ব আয় করে ইংলিশ প্রিমিয়ার লিগ। এবারের বক্সিং ডে ফিক্সচার শুরু হচ্ছে ২৬ তারিখে, যেদিন মাঠে নামবে লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহাম। 

    লা লিগা 

    বিশ্বকাপ-বিরতির পর লা লিগা আবার মাঠে গড়াচ্ছে ২৯শে ডিসেম্বর। সেদিন রাতেই এলচের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের নগর-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ রিয়াল ভায়াদলিদের বিপক্ষে, ৩০ তারিখ দিবাগত রাতে। আর এর পরদিনই কাতালান ডার্বি, মুখোমুখি হবে বার্সেলোনা ও এস্পানিওল। 

    লিগ আঁ 

    ফরাসি লিগ মাঠে গড়াচ্ছে ২৮শে ডিসেম্বর। এদিন রাতেই স্ট্রসবার্গের মুখোমুখি হবে পিএসজি। 

    সিরি আ 

    ইতালিয়ান লিগ এবছর আর মাঠে গড়াচ্ছে না। বিরতি শেষে এই লিগের প্রথম ম্যাচ ৪ জানুয়ারি। এদিন মাঠে নামবে লিগের সব দল। 

    বুন্দেসলিগা 

    জার্মান লিগের বিরতি আরও বেশি। ২১ জানুয়ারির আগে খেলতে নামবে না বায়ার্ন, ডর্টমুন্ড।