• " />

     

    চলে গেলেন পেলে

    চলে গেলেন পেলে    

    তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার পেলে আর নেই। বৃহস্পতিবার সাও পাওলোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিল কিংবদন্তি। গত অক্টোবরেই ৮২ বছর বয়সে পা দিয়েছিলেন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করতে থাকা পেলে। 

    ফুটবল ‘সম্রাট’ পেলের জন্ম ব্রাজিলের ত্রেস কোরাকোয়েসে, ১৯৪০ সালের ২৩শে অক্টোবর। খেলোয়াড়ি জীবনে বলতে গেলে শুধু একটি ক্লাবের হয়েই খেলেছেন। সান্তোসের এক হাজারের বেশি গোল করেছেন এই কিংবদন্তি, জিতেছেন অসংখ্য শিরোপা। তার সর্বশ্রেষ্ঠ অর্জন অবশ্য জাতীয় দলকে নিয়ে। ১৯৫৭ থেকে ১৯৭১, এই ১৪ বছরের ব্রাজিল ক্যারিয়ারে তিনি দেশকে জিতিয়েছেন তিন তিনটি বিশ্বকাপ, যা যেকোনো ফুটবলারের জন্যই সর্বোচ্চ। 

    ২০২১ সালে পেলের শরীরে ক্যান্সার ধরা পরে। এরপর দীর্ঘদিন তিনি হাসপাতালেই ছিলেন। চিকিৎসার স্বার্থে হিপ ট্রান্সপ্যাল্ট করানোর কারণে চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন শেষদিকে। 

    পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফুটবল ও ফুটবলের বাইরের অসংখ্য ব্যক্তিত্ব।