• ইংল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    শান্তর ফিফটির পর তাইজুল-তাসকিনে বাংলাদেশের ২০৯

    শান্তর ফিফটির পর তাইজুল-তাসকিনে বাংলাদেশের ২০৯    

    বাংলাদেশ-ইংল্যান্ড

    ১ম ওয়ানডে, মিরপুর (টস-বাংলাদেশ/ব্যাটিং)

    বাংলাদেশ- ২০৯, ৪৭.২ ওভার (শান্ত ৫৮, মাহমুদউল্লাহ ৩১, তামিম ২৩, উড ২/৩৫, আর্চার ২/৩৭, মঈন ২/৩৫)


    টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। প্রথম ঘন্টায় উইকেটে মুভমেন্ট থাকলেও ৫ ওভারেই তামিম-লিটন জুটি তুলেছিল ৩৩ রান; যেখানে অবশ্য তামিমের অবদানই ছিল বেশি। ইংলিশ বোলারদের চেপে ধরা বোলিং আর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে শান্ত ছিলেন ব্যতিক্রম। এক পাশ আগলে রাখা ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে তিনিই সচল রেখেছিলেন রানের চাকা। শেষদিকে তাইজুল-তাসকিনের ২৬ রানের জুটিতে ২০৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

    ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলে দারুণ এক পুলে ক্রিস ওকসকে ছক্কা মেরেছিলেন লিটন দাস। অবশ্য এর পরের বলেই লাইন মিস করে লেগ বিফোরের শিকার হয়েছেন ডানহাতি এই ব্যাটার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। লিটনের মতো বাকিরাও ভালো শুরু পেয়ে ইনিংস গড়তে পারেননি। তামিম ইকবাল রীতিমতো উইকেটে সেট হয়ে আউট হয়েছেন। সাকিব ১২ বল খেলার পর সুইপ করতে গিয়ে উইকেট দিয়েছেন। ৩৪ বল খেলা মুশফিকও ফিরেছেন স্লগ সুইপেই। আফিফ-মিরাজরাও আজ ছিলেন ব্যর্থ। 

    এর আগে ম্যাচের প্রথম ঘণ্টায় উইকেটে বেশ মুভমেন্ট থাকলেও তামিম তা ভালোই সামলেছেন। তিনে নামা শান্তও আর্চার-উডদের বাউন্সার-শর্ট বলগুলো নিয়ন্ত্রণ করেছেন দক্ষ হাতে। ৬৭ বলে ৬ চারে প্রথম ওয়ানডে ফিফটি ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটার। সাকিব-মুশফিকের বিদায়ের পর মাহমুদউল্লাহর সাথে গড়েছিলেন ৫৩ রানের জুটি। এই দুজনের ব্যাটে উঁকি দিচ্ছিল আড়াইশো ছোঁয়া সংগ্রহ। আদিল রশিদের বলে জেসন রয়ের হাতে শান্ত ক্যাচ দিলে ভেস্তে যায় সেই আশা। শান্তর এক ওভার পর ফিরেছেন মাহমুদউল্লাহও। 

    পেসারদের সামলালেও দুই স্পিনার আদিল রশিদ-মঈন আলী ভালোই ভুগিয়েছেন বাংলাদেশি ব্যাটারদের। এই দুই স্পিনারের সাথে দুটি করে উইকেট নেন জফরা আর্চার-মার্ক উড।