• ইংল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    মোস্তাফিজের উইকেট টেকিং স্কিলে উন্নতি চান তামিম

    মোস্তাফিজের উইকেট টেকিং স্কিলে উন্নতি চান তামিম    

    প্রথম ম্যাচে ৪২ রান দিয়ে কোনো উইকেট নেই। পরের ম্যাচে অবস্থা আরও করুণ, ৬৩ রান দিয়ে নেই কোনো উইকেট। মোস্তাফিজুর রহমান আশার প্রতিদান দিতে পারছেন কি না, সেই প্রশ্ন উঠছে এখন। তার চেয়েও বড় প্রশ্ন, দলে তার জায়গা কি নড়ে গেল একটু? সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললেন, মোস্তাফিজের উইকেট নেওয়ার সামর্থ্যে উন্নতি দেখতে চান তিনি। দলে অটোচয়েজ কেউ নেই সেটার বলার সাথে সাথে তামিম মনে করিয়ে দিলেন, মোস্তাফিজ ফিরবে তিনি সেটা ভালোভাবেই বিশ্বাস করেন। 

    সময়টা আসলেই ভালো যাচ্ছে না মোস্তাফিজের। ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে একদমই মেলে ধরতে পারেননি নিজেকে। প্রথম ম্যাচে তার জন্য আদর্শ স্টিকি উইকেট থাকলেও ছিলেন বিবর্ণ। পরের ম্যাচেও কিছু করতে পারেননি। সর্বশেষ ভারত সিরিজে তিন ম্যাচে পেয়েছেন মাত্র ২ উইকেট। মিরপুরে সর্বশেষ ৫ ম্যাচে উইকেট মাত্র ১টি। তাহলে কি মোস্তাফিজের কাছ থেকে সার্ভিস ঠিকমতো পাচ্ছেন না তামিম? বাংলাদেশ অধিনায়ক প্রশ্নের উত্তরটা এভাবে দিলেন, 'মোস্তাফিজের কাছ থেকে আমি সার্ভিস পাচ্ছি না কথাটা বললে ভুল হবে। ওর ডিফেন্সিভ স্কিল দুর্দান্ত। এটা ঠিক তার উইকেট টেকিং অ্যাবিলিটে আরও উন্নতি ঘটাতে হবে। সব সময় ক্রিকেটারদের গ্রাফ একই রকম থাকে না। কখনো ওপরে ওঠে, কখনো নামে। তবে ওর ওপর আমার গভীর বিশ্বাস আছে। আমি নিশ্চিত, সে ঠিকমতোই ঘুরে দাঁড়াবে।'

    ওয়ানডে স্কোয়াডে দলে থাকা হাসান মাহমুদ, ইবাদত হোসেনরা এখনো খেলার সুযোগ পাননি। তাদের কারও কি মোস্তাফিজের জায়গা নেওয়া উচিত? নাকি মোস্তাফিজ অটো চয়েজ? তামিম বললেন, 'না, দলে অটো চয়েজ কেউ নেই। এমনকি আমিও না। আমি অধিনায়ক হলেও নিয়মিত পারফর্ম না করলে দমে থাকতে পারব না। তবে মোস্তাফিজের প্রসঙ্গে আমি মনে করি, সে আবার পারফর্ম করবে। আগেও করেছে।'

    গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ত্রিদেশীয় সিরিজে একাদশ থেকে বাদ পড়েছিলেন মোস্তাফিজ। যদিও পরে আবার দলে ফিরেছেন। তবে দেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতা আবারও প্রশ্ন তুলে দিচ্ছে তাকে নিয়েস