• প্রীতি ম্যাচ
  • " />

     

    আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে, কখন, কোথায়, প্রতিপক্ষ কারা?

    আর্জেন্টিনা-ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে, কখন, কোথায়, প্রতিপক্ষ কারা?    

    ক্লাব ফুটবলে আপাতত পড়ছে বিরতি। এই সপ্তাহে মাঠে নামছে জাতীয় দলগুলো। মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্য সব বড় দলও। 

    আর্জেন্টিনা বিয়াশ্বকাপ জয়ের পর প্রথম মাঠে নামছে এই সপ্তাহে। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মেসিরা মুখোমুখি হবে পানামার। তিন দিন পর মঙ্গলবার ভোর ছয়টায় আবার মাঠে নামবেন মেসিরা, এবার প্রতিপক্ষ ৪৪৪ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপদেশ কুরাকাও। এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। দুইটি ম্যাচই নিজেদের মাঠে খেলবেন মেসিরা। প্রথম ম্যাচটি হবে বুয়েনস এইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৮৩ হাজার বেশি দর্শকের সামনে। পরের ম্যাচটি খেলবে সান্তিয়াগো দেল এস্তেরোতে। 

    ব্রাজিল এই বিরতিতে খেলবে একটি প্রীতি ম্যাচ। বিশ্বকাপে চমকে দেওয়া মরক্কোর সাথে এই ম্যাচটি হবে মরক্কোর মাঠে, বাংলাদেশ সময় রবিবার (শনিবার দিবাগত রাত) ভোর ৪টায়। 

    এর বাইরে এই সপ্তাহে ২৪ মার্চ ইউরো বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ইতালি-ইংল্যান্ড। পরের দিন মুখোমুখি হবে ফ্রান্স-নেদারল্যান্ডস। পর্তুগাল, স্পেনসহ অন্য দলগুলোও খেলবে ইউরো বাছাই।