• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    আফগানিস্তানের বিপক্ষে লিটনকে অধিনায়ক করে গড়া টেস্ট স্কোয়াডে দুই নতুন মুখ

    আফগানিস্তানের বিপক্ষে লিটনকে অধিনায়ক করে গড়া টেস্ট স্কোয়াডে দুই নতুন মুখ    

    টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট জয়টা এসেছিল বাংলাদেশের বিপক্ষে; সেটাও এই বাংলাদেশে এসেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই বৃষ্টি বিঘ্নিত টেস্টে নিজের বিদায়ী উপহারটা দারুণভাবেই পেয়েছিলেন মোহাম্মদ নবী। সময়ের পরিক্রমায় আবারও বাংলাদেশে আসছে আফগানিস্তান, এবারও শুধু একটি টেস্ট খেলতেই। সেবার অধিনায়ক থাকা সাকিব আল হাসান এবার দলেই নেই, আঙুলের চোটের কারণে।

    ওয়ানডে দলে তামিম ইকবালের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা লিটন দাসের সামনে এবার তাই সুযোগ লাল বলের খেলাতেও নিজেকে মেলে ধরার। ভারতের বিপক্ষে দেশের মাটিতে দারুণ এক সিরিজ জয়ের পর লিটন চাইবেন টেস্ট অধিনায়কত্বে অভিষেকটাও জয় দিয়েই রাঙাতে। জুনের ১৪ তারিখে শুরু হতে যাওয়া সেই টেস্ট স্কোয়াডে এবার আছেন নতুন দুই মুখ - শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে নিজের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে দুই ইনিংসেই ফিফটি পেয়েছিলেন দীপু। ডানহাতি এই ব্যাটার ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যও। সেই সাথে এবারের এনসিএলে আলো ছড়িয়ে ২৫ উইকেট পাওয়া মুশফিকও মুখিয়ে থাকবেন সুযোগের জন্য।

    অবশ্য চোট কাটিয়ে তাসকিন আহমেদ দলে ফেরায় সেই সুযোগের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে মুশফিককে। তাসকিনের ফেরায় কপাল পুড়েছে রেজাউর রহমান রাজার। সেই সাথে জাকির হাসান স্কোয়াডে ফেরায় আবারও বাদ পড়েছেন সাদমান ইসলাম। এক নজরে দেখে নিন বাংলাদেশের স্কোয়াড।