• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    বিচক্ষণ বোলিং, ধুন্ধুমার পাওয়ারপ্লে ব্যাটিং, অলরাউন্ড সাকিবে বাংলাদেশের সিরিজ জয়

    বিচক্ষণ বোলিং, ধুন্ধুমার পাওয়ারপ্লে ব্যাটিং, অলরাউন্ড সাকিবে বাংলাদেশের সিরিজ জয়    

    ২য় টি-টোয়েন্টি, সিলেট (টস-বাংলাদেশ/ফিল্ডিং)
    আফগানিস্তান-১১৬/৭, ১৭(১৭) ওভার (ওমরযাই ২৫, ইব্রাহিম ২২, জানাত ২০, তাসকিন ৩/৩৩, সাকিব ২/১৫, মোস্তাফিজ ২/৩০)
    বাংলাদেশ- ১১৯/৪, ১৬.১(১৭) ওভার (লিটন ৩৫, আফিফ ২৪, হৃদয় ১৯, মুজিব ২/২৮, ওমরযাই ২/১৭)
    ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী


     

    দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোরকার্ড দেখে আপনার মনে হতে পারে বাংলাদেশকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। সেই অর্থে তেমন কষ্ট বাংলাদেশকে করতে হয়নি; তবে গত ম্যাচের মত শঙ্কাটা ঠিকই জেগেছিল, এবার অবশ্য মাঝপথে। বৃষ্টির বাগড়ার পর সাকিব আল হাসান, নাসুম আহমেদদের স্পিন, সেই সাথে বৃষ্টির আগে পিচের গতি কাজে লাগিয়ে তাসকিন আহমেদের দুর্দান্ত স্পেলে খুব একটা সুবিধা করতে পারেনি আফগানিস্তান। লিটন দাস-আফিফ হোসেনের ৬৭ রানের ওপেনিং জুটির পর মাঝে খেই হারালেও তাওহিদ হৃদয়ের ১৯ রান ও সাকিব আল হাসানের ১৮* রানে শেষমেশ জয় দিয়েই ২-০ ব্যবধানের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

    ডিএলএসে পরিবর্তিত লক্ষ্য ১১৯ হলে পাঁচ ওভারের পাওয়ারপ্লেতেই ৫০ রান তুলে ফেলে বাংলাদেশের নতুন ওপেনিং জুটি। অবশ্য সেই পাওয়ারপ্লেতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়াফাদার মোমান্দের প্রথম ওভারটা ছিল বেশ ঘটনাবহুল। ১৯ রান এলেও ওভারে লিটন, আফিফ দুজনেই আউটের কাছাকাছি গিয়ে বেঁচে গিয়েছিলেন। পাওয়ারপ্লেতে দারুণ শুরুর পর লিটনের বিপক্ষে তো একটা রিভিউ পর্যন্ত নষ্ট করলেন রশিদ।

    তবে তার নিজের দারুণ বোলিং, ওমরযাইয়ের আঁটসাঁট বোলিংয়ের ফল তুলে নিয়ে এক ওভারে দুই জনকেই ফেরালেন মুজিব। ৩৬ বলে ৩৫ রান করে লিটন ফেরার পর ডিপ মিডউইকেটে সরাসরি ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ২৪ রান করা আফিফও। কিছুক্ষণ পরেই দারুণ বোলিংয়ের পরিক্রমায় ৪ রানে থাকা নাজমুল হোসেন শান্তর স্টাম্প উপড়ে ফেলেন ওমরযাই। সাকিবকে নিয়ে আরও একবার জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকা তাওহিদ হৃদয় অবশ্য জয়ের দ্বারপ্রান্তে এসে থেমেছিলেন ওই ওমরযাইয়ের শিকার হয়েই, ১৭ বলে ১৯ রানে। তবে বল হাতে নিজেকে মেলে ধরে সাকিব একহাত নিলেন রশিদ, মুজিবদের; শামীম হোসেনের বলপ্রতি ৭ রানের সাথে তার ১১ বলে ১৮* রানে তাই শেষ ওভারেই ম্যাচের নিষ্পত্তি করে বাংলাদেশ।

    এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির বাঁধা টপকে আফগানদের অল্প রানেই আটকে ফেলেছে বাংলাদেশ। শুরুতে পিচের গতি কাজে লাগিয়ে দুর্দান্ত এক ওপেনিং স্পেলে দুই ওপেনারকেই ফিরিয়েছিলেন তাসকিন আহমেদ। ৭.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির বাঁধায় খেলা ১৭ ওভারে নেমে এলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাকিব, নাসুমদের স্পিনের বাঁধায় সফল হতে পারেননি আফগানরা। দুই জাদরান ভাই ফিরেছিলেন বৃষ্টির পর সাকিবের এক ওভারেই।

    তবে তার ঠিক আগের ওভারেই নাসুমও পেতে পারতেন দুই উইকেট; সাকিব ও লিটন ক্যাচ মিস করায় তাকে তাই উইকেটশূন্য থাকতে হয়েছে। দুর্দান্ত এক ওপেনিং স্পেল করা তাসকিন শেষ ওভারে উইকেট পাওয়ার আগে মোস্তাফিজও যোগ দিয়েছিলেন উইকেটের মিছিলে; ওমরযাই ও জানাতের কাছে তাকে রান গুণতে হলেও ওমরযাইইয়ের বিপক্ষে শেষ হাসি হেসেছেন তিনিই। ওই দুজনের বিশোর্ধ্ব রানের ইনিংস অবশ্য শেষবেলায় আশা জুগিয়েছিল আফগানদের; যদিও সেই আশা ভেস্তে সিরিজ জয়ের হাসি হেসেছে স্বাগতিকরাই।