• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    আফগানিস্তানের রশিদের বিকল্প কারা?

    আফগানিস্তানের রশিদের বিকল্প কারা?    

    ২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল আফগানিস্তান। রশিদ খানের অধীনে সেই ম্যাচটি জিতেছিল তারা। এরপরের চার বছরে মাত্র তিনটি টেস্ট খেলেছে তারা। এবার আবার বাংলাদেশের মুখোমুখ, তবে এই ম্যাচে থাকছেন না রশিদ। মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি অবশ্য বলে গেলেন, রশিদের অভাব ঘুচিয়ে দেওয়ার মতো বোলার তাদের আছে। কিন্তু সেই বোলার কারা? 

    আফগানিস্তান এই টেস সিরিজের জণ্য তিন জন স্পিনার নিয়ে এসেছে। এদের মধ্যে আমির হামজা বাঁহাতি স্পিনার, সর্বশেষ বিপিএলে খেলে গেছেন ঢাকার হয়ে। টেস্ট রেকর্ডটা বেশ ভালো, তিন টেস্ট খেলে নিয়েছেন ১৬ উইকেট। যদিও প্রথম শ্রেণির ম্যাচ সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। 

    আরেক বাঁহাতি রিস্ট স্পিনার জাহির খান পাখতুনের টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশেই। প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন তিনটি। তিনিও প্রথম শ্রেণির ম্যাচ সর্বশেষ খেলেছেন ২০২২ সালে। তাকে লম্বা সংস্করণে আফগানিস্তানে নিয়মিতই বলা যায়। 

    আরেকজন ১৯ বছর বয়সী রিস্ট স্পিনার ইজহারুলহক নাভীদের এখনো টেস্ট অভিষেক হয়নি। তবে বিগ ব্যাশে খেলে আলো ছড়িয়েছেন । এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র তিনটি। তাকে মনে করা হচ্ছে আফগান স্পিন অ্যাটাকের ভবিষ্যত। 

    যদিও মিরপুরের উইকেটে যথেষ্ট ঘাস আছে। সিমিং কণদিশনে শেষ পর্যন্ত কজন স্পিনার আফগানিস্তান খেলায় সেটাই এখন প্রশ্ন।