• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    'অশান্ত' শান্ত, ধীরস্থির জয়ের ব্যাটে দ্বিতীয় সেশনও বাংলাদেশের

    'অশান্ত' শান্ত, ধীরস্থির জয়ের ব্যাটে দ্বিতীয় সেশনও বাংলাদেশের    

    প্রথম সেশনটা যেখানে শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত, দিনের দ্বিতীয় সেশনটা সেখান থেকেই শুরু করেছেন তারা। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েছেন ২১২ রানের জুটি। যা টেস্টে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই দুজনের দারুণ ব্যাটে দ্বিতীয় সেশনটা রইল বাংলাদেশের দখলে। ১১১ রান তুলেছে বাংলাদেশ। আফগানদের প্রাপ্তি কেবল জয়ের উইকেট। 

    ১১৮ বলে তৃতীয় সেঞ্চুরির পথে শান্ত চার মেরেছেন ১৮টি। ব্যাট করেছেন রীতিমতো ওয়ানডে স্টাইলে। নামের মতো শান্ত নয়, বরং অশান্ত এক ইনিংসই এসেছে বাহাতি এই টপ অর্ডার ব্যাটারের কাছ থেকে। চা-বিরতিতে মাঠ ছেড়েছেন ১২৬ রানে অপরাজিত থেকে। 

    অন্যদিকে জয় শুরু থেকেই খেলেছেন দেখেশুনে। তৃতীয় ফিফটির দেখা পেলেও স্পিনার রহমত শাহর বলে স্লিপে ক্যাচ দিলে ভেঙ্গে যায় জয়ের প্রতিরোধ। ১৩৭ বলে ৭৬ রান করে মাঠ ছাড়েন ডানহাতি এই ব্যাটার। জয়ের বিদায়ের পর উইকেটে এসেছেন মুমিনুল হক।