• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    অধিনায়কত্ব উপভোগ, পেসারদের উন্নতি, শান্তর পরিবর্তন: ম্যাচশেষে যা বললেন লিটন

    অধিনায়কত্ব উপভোগ, পেসারদের উন্নতি, শান্তর পরিবর্তন: ম্যাচশেষে যা বললেন লিটন    

    অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই রেকর্ড গড়া জয়-লিটন দাসের জন্য স্বাভাবিকভাবেই একটি স্মরণীয় দিন। সংবাদ সম্মেলনে প্রায় ২০ মিনিটে বললেন অনেক কিছু নিয়েই... 

     

    বড় জয়ের অনুভূতি

    এটা যখনই চাইবেন তখনই হবে না, এমন একটা মার্জিন। এটার জন্য ক্রেডিট পুরোটাই ব্যাটসম্যানদের। কারণ উইকেট এতটা সহজ ছিল না। যেভাবে তারা ব্যাট করেছে ক্রেডিট তাদের দিতেই হবে। সত্যি কথা বলতে আমাদের বোলাররা খুব ভালো বল করেছে, যে কারণে কাজ আরো সহজ হয়ে গেছে। আর আপনি যখন একটা টেস্ট জিতবেন সেটা একটা বড় অর্জন। আর এভাবে জিততে পারলে এর থেকে বড় কিছু চাওয়ার থাকে না। একজন অধিনায়ক হিসেবে কখনোই না। এর থেকে বড় মার্জিন চাইতে পারেন না। এদিক থেকে আমি অনেক খুশি।

    কেমন ছিল অধিনায়কত্ব?

    অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি। বোলাররা আমাকে যেভাবে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখেছি বোলাররা বল ক্যারি করাচ্ছে, স্লিপের দিকে বল যাচ্ছে, কিপিং করতেও মজা। আমি যদি অধিনায়ক থাকি সেক্ষেত্রে আরো ভালো লাগে। কারণ যে যেকোনো সময় উইকেট পড়ার চান্স থাকে।

    শান্তর পরিবর্তন
    দেখেন শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগে। শান্তর সঙ্গে আমার কথাবার্তা হয়েছে আগে। জানি না কতটুকু হেল্প হয়েছে তার। আমি যেটা বিশ্বাস করি, তার প্র্যাকটিসের মেথড চেঞ্জ করেছে। আগে যেভাবে করতো তার চেয়ে অনেক বেশি গোছানো এখন।'

    পেসারদের উন্নতি

    আমরা মিরপুরে ৩ পেসার নিয়ে খেলি না। যেহেতু এখানে উইকেটে যথেষ্ট সাহায্য ছিল, পেসাররা সেটা কাজে লাগাতে পেরেছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি এতে খুশি।ওরা কত ভালো করছে, সেটা পিচ ম্যাপেই বোঝা যায়। ওরা এখন কাভার পয়েন্ট ছাড়া বল করছে। ওদের বিপক্ষে আমাদের নেটে ব্যাটিং করতেও কষ্ট হয়। তাতে আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এটা ধরে রাখতে পারলে নতুনেরা আরও আগ্রহী হবে। সত্যি কথা হচ্ছে ২০১৯ সালে শেষ যখন আফগানিস্তানের সাথে খেলেছিলাম তখন আমাদের পেসাররা এতো ম্যাচিউর ছিল না। এখন তারা জায়গায় টানা বল করতে পারছে।