• আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০২৩
  • " />

     

    গুরবাজ-জাদরানের দাপুটে সেঞ্চুরি, সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সর্বোচ্চ রান তাড়ার চ্যালেঞ্জ

    গুরবাজ-জাদরানের দাপুটে সেঞ্চুরি, সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সর্বোচ্চ রান তাড়ার চ্যালেঞ্জ    

    বাংলাদেশ-আফগানিস্তান, 

    ২য় ওয়ানডে, চট্টগ্রাম (টস বাংলাদেশ/বোলিং)

    আফগানিস্তান - ৩৩১/৯, ৫০ ওভার  (রহমানউল্লাহ গুরবাজ ১৪৫, ইব্রাহিম জাদরান ১০০, সাকিব ২/৫০, মিরাজ ২/৬০)  

    চট্টগ্রামে আজ একের পর এক রেকর্ড যেন অপেক্ষা করছিল আফগানিস্তানের জন্য। ইনিংসের শুরু থেকেই পুরো নিয়ন্ত্রণ হাতে রেখে ব্যাট শুরু করেন দুই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনের দাপুটে সেঞ্চুরিতে আফগানিস্তান পেয়েছে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ, সব মিলিয়ে ওয়ানডেতে তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১-০'তে পিছিয়ে থাকা এই সিরিজ বাঁচাতে বাংলাদেশকে তাই তাড়া করতে হবে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ লক্ষ্য। 

    ওপেনিংয়ে দুজন গড়েন রেকর্ড ২৫৬ রানের জুটি। তাদের একচেটিয়া দাপটে সুবিধা করতে পারেননি এবাদত হোসেন-হাসান মাহমুদরা। বলা চলে ইনিংসের ৩৭-তম ওভারের আগ পর্যন্ত ম্যাচেই ছিল না বাংলাদেশ। চতুর্থ সেঞ্চুরির দেখা পাওয়া গুরবাজকে সেই ওভারের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ১২৫ বলে ১৩ চার ও ৮ ছক্কায় খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংস। আরেক সেঞ্চুরিয়ান ইব্রাহিমকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে ১১৮ বলে তুলে নেন চতুর্থ সেঞ্চুরি। 

    বড় সংগ্রহের ভিত পেলেও শেষদিকে সাকিব-মিরাজদের লাগাম টানা বোলিংয়ে ধ্বস নামে আফগানদের ব্যাটিং অর্ডারে। দুই ওপেনার ছাড়া দুই অংকের রান করতে পেরেছেন কেবল নাজিবউল্লাহ জাদরান ও  মোহাম্মদ নবী। 

    দুটি করে উইকেট নেন সাকিব, হাসান, মোস্তাফিজ ও মিরাজ।