• ২০২৩ এশিয়া কাপ
  • " />

     

    সুপার সিরাজে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ভারতের অষ্টম এশিয়া কাপ শিরোপা

    সুপার সিরাজে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ভারতের অষ্টম এশিয়া কাপ শিরোপা    

    এশিয়া কাপ ২০২৩, ফাইনাল, কলম্বো (টস-শ্রীলঙ্কা/ব্যাটিং)
    শ্রীলঙ্কা- ৫০, ১৫.২ ওভার (মেন্ডিস ১৭, হেমন্থ ১৩, সিরাজ ৬/২১, পান্ডিয়া ৩/৩)
    ভারত - ৫১/০, ৬.১ ওভার (গিল ২৭, কিষান ২৩, আসালাঙ্কা ১/০)
    ফলাফল: ভারত ১০ উইকেটে জয়ী


     

    এশিয়া কাপের ফাইনাল তো দূরে, কোনও বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল কি এতোটা ম্যাড়ম্যাড়ে হয়েছে কি না সন্দেহ আছে। এশিয়া কাপের ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত ফাইনালে মোহাম্মদ সিরাজের রেকর্ড ৬ উইকেটে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানেই গুটিয়ে দেওয়ার পরে সপ্তম ওভারেই নিজেদের অষ্টম এশিয়া কাপ শিরোপা জিতল ভারত।

    ৫১ রানের লক্ষ্যে এদিন ঈশান কিষানকে নিয়ে ওপেনিংয়ে শুবমান গিল নেমে মাত্র ৬.১ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলে ভারত। এর আগে প্রথম ওভারেই শুরুটা করে দিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র তৃতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরেন কুশল পেরেরা। তবে শ্রীলঙ্কার ওপর আসল ঝড়টা যায় ইনিংসের চতুর্থ ওভারে। প্রথম বলেই পয়েন্টে রবীন্দ্র জাদেজার সামনে ঝাঁপিয়ে পড়া ক্যাচে ফেরেন পাথুম নিসাঙ্কা। তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন সাদিরা সামারাবিক্রমা। ঠিক পরের বলেই পয়েন্টে ঈশান কিষানকে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে ফেরেন চারিথ আসালাঙ্কা। হ্যাটট্রিক ঠেকিয়ে চার বের করে এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া ডি সিলভা। বিধ্বংসী সেই ওভারের পরের ওভারে দারুণ এক বলে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাও ফেরেন। সেই সাথে ২০০৩ বিশ্বকাপে চামিন্দা ভাসের গড়া রেকর্ডে ভাগ বসান সিরাজ, মাত্র ১৬ বলেই পেয়ে যান পাঁচ-উইকেট, যা ওয়ানডেতে সবচেয়ে কম বলে পূর্ণ করা পাচ-উইকেটের রেকর্ড।

    ১২-তম ওভারে এসে শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটারকেও ফেরান সিরাজ। এলোপাথাড়ি শটে সিরাজের কাছে স্টাম্প খুইয়ে ১৭ রানে ফেরেন কুশল মেন্ডিস। কোনও ওয়ানডে ফাইনালে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন আকিব জাভেদ (১৭)। সিরাজের পর শ্রীলঙ্কার লেজ গুটিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। বাউন্সারে দুনিথ ওয়েলালাগেকে স্টাম্পের পেছনে তালুবন্দি করানোর পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে নিজেদের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহের লজ্জায় ফেলেন স্বাগতিকদের। সেই সাথে টেস্ট খেলুড়ে দেশগুলর মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ওভারে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। রিতিত্মত অপমানিত হয়েই ভারতের কাছে নতি স্বীকার করতে হল শ্রীলঙ্কাকে।