• নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    কেন হ্যান্ডল্ড দ্য বলে আউট দেওয়া হলো মুশফিককে? স্টিভ ওয়াহ এবং আরও যারা আউট হয়েছেন এভাবে...

    কেন হ্যান্ডল্ড দ্য বলে আউট দেওয়া হলো মুশফিককে? স্টিভ ওয়াহ এবং আরও যারা আউট হয়েছেন এভাবে...    

    মিরপুর টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন। ৩৫ রানে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কাইল জেমিসনের বলটা পিচ পড়ার পর মুশফিক সেটা হাত দিয়ে ধরে ফেললেন। সাথে সাথে নিউজিল্যান্ডের আপিল, তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখার পর আউট দিতে খুব বেশি সময় নিলেন না। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেতে হ্যান্ডল্ড দ্য বল হলেন তিনি। 

    কিন্তু হাত দিয়ে বল ধরে কেন মুশফিক হলেন? এমসিসির নিয়মে বলা আছে ব্যাটসম্যান শট খেলার সময় তার ঠিক পরে হাত দিয়ে বল থামাতে পারবেন না। ব্যাট বা প্যাড দিয়ে তিনি সেটা করতে পারেন কিন্তু হাত দিয়ে ধরা যাবে না। তবে ইনজুরি থেকে বাঁচার জন্য হাত দিয়ে ধরা যেতে পারে। মুশফিকের ক্ষেত্রে আউট ছিল সঠিক সিদ্ধান্ত, কারণ তার ক্ষেত্রে ইনজুরির কোনো ব্যাপার ছিল না। নতুন নিয়মে হ্যান্ডল্ড দ্য বল নামে আলাদা কোনো আউট নেই, এটি এখন অবস্ট্রাকটিং দ্য ফিল্ড নিয়মের অধীনে।

    হ্যান্ডল্ড দ্য বলের পরিবর্তিত আইন পাশের পর আন্তর্জাতিক ক্রিকেটে এটার প্রথম দৃষ্টান্ত দেখা যায় ১৯৫৭ সালে। দক্ষিণ আফ্রিকার রাসেল এন্ডিন ইংল্যান্ডের বিপক্ষে এভাবে আউট হন কেপটাউন টেস্টে। মুশফিকের আগে সব মিলে ১০ জন ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আউট হয়েছেন। টেস্টে হয়েছে সাতটি আর ওয়ানডেতে তিনটি। টেস্টে মহিন্দর অমরনাথ, গ্রাহাম গুচ, ড্যারিল কালিনান, ডেসমন্ড হেইন্স, স্টিভ ওয়াহদের মতো ক্রিকেটাররা আউট হয়েছেন এভাবে। সর্বশেষ জিম্বাবুয়ের চামু চিবাবা এভাবে আউট হয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ২০১৫ সালে।