• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালাহ, সন, এবং আরও যাদের আফকন-এশিয়া কাপের জন্য ছাড়তে হবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে

    সালাহ, সন, এবং আরও যাদের আফকন-এশিয়া কাপের জন্য ছাড়তে হবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে    

    আগামী ১২ জানুয়ারি থেকে এএফসি এশিয়ান কাপ ও ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনস। প্রায় একই সময়ে শুরু হতে যাওয়া এই দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে অংশ নিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের একঝাঁক আফ্রিকান ও এশিয়ান তারকা। এক নজরে দেখে আসা যাক প্রিমিয়ার লিগের কোন ক্লাবগুলো বেশি ফুটবলার হারাবে।

    আফ্রিকা কাপ অফ নেশনসের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে নটিংহাম ফরেস্ট। ক্লাবটির ৭ জন খেলোয়াড় আফকনে অংশ নিচ্ছেন। এদের ভেতর আইভরি কোস্টের হয়ে সার্জ অরিয়ার, উইলি বলি ও ইবরাহিম সাংগারে; সেনেগালের হয়ে মুসা নিয়াখাতে ও চিকুহ কুয়োতে এবং নাইজেরিয়ার হয়ে খেলবেন ওলা আইনা ও দলটির সর্বোচ্চ গোলদাতা তাইও আইওনিয়ি।

    আফকনের প্রভাব পড়বে ওয়েস্ট হামের খেলাতেও। কারণ দলটি পাচ্ছে না তাদের গুরুত্বপূর্ণ চার আফ্রিকানকে- নায়েফ আগুয়ার্ড (মরক্কো), সাইদ বেনরাহমা (আলজেরিয়া), মোহামেদ কুদুস (ঘানা) এবং ম্যাক্সওয়েল কর্নেট (আইভরি কোস্ট)।

    লিভারপুলের হয়ে ৫-৬ টি ম্যাচ মিস করতে পারেন দলটির সর্বোচ্চ গোলদাতা ও মিশরীয় অধিনায়ক মোহামেদ সালাহ। তবে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের স্কোয়াডে কোনো আফ্রিকান খেলোয়াড় না থাকায় আফকনের কোনো প্রভাব পড়বে না এই দুই দলে৷

    আফ্রিকা কাপ অফ নেশনসের কারণে প্রিমিয়ার লিগে খেলবেন না যেসব উল্লেখযোগ্য তারকারা, তাদের আরো মধ্যে রয়েছেন:

    আর্সেনাল:

    থমাস পার্টে (ঘানা), মোহামেদ এলনিনি (মিশর)

    অ্যাস্টন ভিলা:

    বার্ট্রান্ড ট্রাওরে ( বারকিনা ফাসো)

    ব্রাইটন:

    তারিক ল্যাম্পটে (ঘানা), সিমোন আদিংগ্রা (আইভরি কোস্ট), কার্লোস বালেবা (ক্যামেরুন)

    ব্রেন্টফোর্ড:

    ইয়াওনে উইসা (কঙ্গো)

    চেলসি:

    নিকোলাস জ্যাকসন (সেনেগাল)

    এভারটন:

    ইদ্রিসা গায়ে (সেনেগাল)

    ফুলহাম:

    অ্যালেক্স আইওবি (নাইজেরিয়া)

    ম্যানচেস্টার ইউনাইটেড:

    আন্দ্রে ওনানা  (ক্যামেরুন), সোফিয়ান আমরাবাত (মরক্কো) , হানিবাল মেজব্রি (তিউনিসিয়া) 

    টটেনহাম:

    পাপে মাতের সার (সেনেগাল), ভেস বিসৌমা (মালি)

    এশিয়া কাপে ব্যস্ত থাকবেন যেসব তারকারা:

    প্রিমিয়ার লিগে এশিয়ান খেলোয়াড়ের সংখ্যাটা খুব বেশি নয়। তারপরেও এশিয়া কাপের কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়পত্র দিতে হবে ক্লাবগুলোকে। এদের ভেতর রয়েছেন দক্ষিণ কোরিয়ার হিউং মিন সন (টটেনহাম) ও হোয়াং হি চ্যান (উলভস) এবং জাপানের কাউরু মিতোমা (ব্রাইটন), তাকেহিরু টোমিয়াসু ( আর্সেনাল) ও ওয়াতারু এন্ডো (লিভারপুল)।