দেখে নিন শ্রীলংকার বাংলাদেশ সফরের তারিখ, ভেন্যু ও সময়
চূড়ান্ত হলো শ্রীলংকার বাংলাদেশ সফরের সময়সূচি। ৪ মার্চ থেকে শুরু হবে এই সফর, তিনটি টি-টোয়েন্টি দিয়ে শুরু, এরপর তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলবে শ্রীলংকা। টি-টোয়েন্টি হবে সিলেটে, ওয়ানডে চট্টগ্রামে। এরপর আবার সিলেটে প্রথম টেস্টের পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট। এই সিরিজে মিরপুরে কোনো ম্যাচ নেই।
প্রথম দুইটি টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ছয়টায়, পরেরটা দুপুর তিনটায়। দুইটি ওয়ানডে হবে দিবারাত্রির, শেষেরটি হবে সকাল দশটায়। টেস্ট দুইটি শুরু হবে সকাল ১০টায়।