• শ্রীলংকার বাংলাদেশ সফর
  • " />

     

    কোচিং প্যানেলে নতুন দুই মুখ : হেম্প-অ্যাডামস কে কোন দায়িত্বে?

    কোচিং প্যানেলে নতুন দুই মুখ : হেম্প-অ্যাডামস কে কোন দায়িত্বে?    

    জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। বোলিং কোচের দায়িত্বে আসছেন আন্দ্রে অ্যাডামস।আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাংলাদেশের কোচিং প্যানেলের নতুন দুই সদস্যের নিয়োগের কথা জানিয়েছে বিসিবি। শান্ত-লিটনদের সাথে দুজনের প্রথম অ্যাসাইনমেন্ট শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজ। দুই বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন হেম্প-অ্যাডামস। 

    নবনিযুক্ত ব্যাটিং কোচ ডেভিড হেম্প গত বছরের মে মাস থেকে কাজ করছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে। গত বছর নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে। এর আগে দুই বছর প্রধান কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের। এছাড়া ভিক্টোরিয়ার রাজ্য নারী দল ও নারীদের বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সে কাজ করেছেন।

    ইসিবির লেভেল-৪ কোচিং সার্টিফিকেটধারী হেম্প বারমুডার হয়ে ২৪ ওয়ানডের সাথে খেলেছেন দুটি টি-টোয়েন্টি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে তার আছে ১৫ হাজারের বেশি রান। 

    বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন মোট ৪৭ ম্যাচ। বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগে অ্যাডামস ছিলেন নিউজিল্যান্ড নারী দলের বোলিং কোচ। এক যুগের কোচিং ক্যারিয়ারে নিউজিল্যান্ড জাতীয় দল, অস্ট্রেলিয়া জাতীয় দল ও তাদের ঘরোয়া ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন সাবেক এই কিউই ক্রিকেটার।