• শ্রীলংকার বাংলাদেশ সফর
  • " />

     

    'এক' নবাগত নিয়ে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

    'এক' নবাগত নিয়ে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা    

    শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে সেই অর্থে কোনও চমক নেই। তবে দলে আছে নতুন মুখ - নাহিদ রানা। খুলনা টাইগার্সের হয়ে এবার বিপিএল মাতানো এই পেসার টেস্ট দলে জায়গা পেয়েছেন প্রথমবারের মত। এছাড়া দলে ফিরেছেন লিটন দাস।

    নাহিদ রানা বরাবরই নিজের গতির জন্য খ্যাত হলেও এবারের বিপিএলে আলাদা করেই নজর কেড়েছেন। বিপিলের দ্রুততম বাংলাদেশি বলটাও এসেছে তার হাত ধরেই। ৭ ম্যাচে ১০ উইকেট নিলেও গতির জন্য তাই রানা আগেই ছিলেন নজরে। সেই সাথে প্রথম শ্রেনির ক্রিকেটে ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে নিজের নামটা ভালোভাবেই জানান দিয়েছেন এই গতি তারকা।

    এছাড়া তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়ে চাপে থাকা লিটন ফিরেছেন টেস্ট স্কোয়াডে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজটাও খেলতে পারেননি তিনি। তবে এবার সুযোগ পেয়ে লাল বলে নিজেকে খুঁজে ফেরার চেষ্টা করবেন লিটন।