• বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০২৪
  • " />

     

    শুরুর ধাক্কার পর হৃদয়-জাকেরের ব্যাটে বাংলাদেশের ১৬৫

    শুরুর ধাক্কার পর হৃদয়-জাকেরের ব্যাটে বাংলাদেশের ১৬৫    

    চট্টগ্রামে টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৬৫ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন তাওহিদ হৃদয়। 

    শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের রানখরা চলেছে এই ম্যাচেও। ১২ রান করে অফ স্টাম্পের বাইরের বলটা টেনে নিয়ে এসেছেন স্টাম্পে, ভাষাতীত এক শট খেলে বুঝিয়ে দিয়েছেন, তিনি কেন রানের জন্য হন্যে হয়ে খুঁজছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটও হাসছে না, তিনিও আউট হয়ে গেছেন ৬ রানে। ২১ রানে তানজিদ তামিমও ফিরে গেলে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। 

    সেখান থেকে দলকে টেনে তুলেছেন হৃদয় ও জাকের আলী। দুজন যোগ করেছেন ৮৭ রান। ৩৮ বলে ৫৭ রান করেছেন হৃদয়, জাকের করেছেন ৩৪ বলে ৪৪। শেষদিকে রিশাদ-মাহমুদউল্লাহদের কল্যাণে ১৬৫ পর্যন্ত গেছে দল। জিম্বাবুয়ের ব্লেসিং ছিলেন মুজারাবানি, ১৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।