• বাংলাদেশ-জিম্বাবুয়ে, ২০২৪
  • " />

     

    বেনেট-রাজায় হোয়াইটওয়াশ ঠেকাল জিম্বাবুয়ে

    বেনেট-রাজায় হোয়াইটওয়াশ ঠেকাল জিম্বাবুয়ে    

    টি-টোয়েন্টির আদর্শ ব্যাটিং দেখালেন যেন ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজা। ৭৫ রানের জুটিতে দুজন মিলে রান তাড়াটা আরও সহজ করে দিয়েছিলেন জিম্বাবুয়ের জন্য। দুজনের সত্তোরোর্ধ্ব দুটি ইনিংসে শেষ ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে, ঠেকাল হোয়াইটওয়াশ। 

    রান তাড়ায় নেমে শুরুতেই সাকিবের চেপে ধরা স্পেলের সামনে পড়ে জিম্বাবুয়ে। চাপে পড়ে স্টাম্পিং হন মারুমানি। তবে এরপর আর বিপদ হতে দেননি বেনেট-রাজা। ঠান্ডা মাথার ব্যাটিংয়ে বাংলাদেশী বোলারদের থেকে হেসেখেলেই বাউন্ডারি আদায় করেছেন দুজন। 

    বেনেট ক্যারিয়ার সেরা ৭০ রানে সাইফউদ্দিনকে উইকেট দিলেও রাজা মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে। ৪৬ বলে ৭২* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। 

     

    এর আগে ব্যাট করতে নেমে ১৫ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহ। দুজনের ৬৯ রানের জুটিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। রিয়াদ খেলেছেন ৫৪ রানের ইনিংস। শেষদিকে জাকের আলী অনিকের ১১ বলে ২৪* রানের ক্যামিও দলকে দেড়শো পার করিয়েছে। এর আগে শান্ত ৩৬, সাকিব খেলেন ২১ রানের ইনিংস।