এন্ড্রিক ইন, কাসেমিরো-রিচার্লিসন আউট: যেমন হলো কোপায় ব্রাজিলের দল?
কোপা আমেরিকার জন্য ২৩ জনের দল নাম ঘোষণা করছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। দলে বড় চমক, বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো ও স্পার্স ফরোয়ার্ড রিচার্লিসন। ডাক পেয়েছেন রিয়ালে যোগ দেওয়া তরুণ এনড্রিক।
চোটের কারণে নেইমার বাদ পড়ছেন, সেটা আগেই নিশ্চিত ছিল। এনড্রিক অবশ্য কিছুদিন আগে প্রীতি ম্যাচ খেলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে গোলও পেয়েছেন। রিচার্লিসন গত বিশ্বকাপে ব্রাজিলের প্রথম পছন্দের স্ট্রাইকার হলেও এবার তার জায়গা হয়নি ২৩ জনের দলে। ব্রাজিল কোচ নিশ্চিত করেছেন, নতুন করে চোটে পড়ায় রিচার্লিসন থাকছেন না কোপায়। ফরোয়ার্ড লাইনে এবার নতুন মুখ পোর্তোর ইভানলিসন এবং লা লিগার চমক জিরোনায় দারুণ একটা মৌশুম কাটানো স্যাভিনহো। সেখানে জায়গা হয়নি আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুসের, যদিও ডাক পেয়েছেন তার ক্লাব সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেলি।
ব্রাজিলের মিডফিল্ডে ডাক পাওয়া ছয়জনই খেলেন প্রিমিয়ার লিগে।
২৩ জনের দল
গোলরক্ষকঃ অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যান সিটি), বেন্টো (অ্যাটলেটিকো প্যারানেন্স)
ডিফেন্ডারঃ ড্যানিলো (জুভেন্টাস), ইয়ান কুটো (জিরোনা), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), ওয়েনডেল (পোর্তো), বেরালদো (পিএসজি), মার্কিনিওস (পিএসজি), গ্যাব্রিয়েল মাগেলাস (আর্সেনাল), মিলিতাও (রিয়াল মাদ্রিদ)
মিডফিল্ডারঃ আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেস (উলভস), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ডঃ এন্ড্রিক (পালমেইরাস), মার্টিনেলি (আর্সেনাল), ইভানলিসন (পোর্তো), রাফিনিইয়া (বার্সেলোনা), ভিনিসিয়াস, রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), স্যাভিনহো (জিরোনা)