• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শেষ দিনে গড়ানো প্রিমিয়ার লিগের দৌড়ে কার সামনে কেমন সমীকরণ

    শেষ দিনে গড়ানো প্রিমিয়ার লিগের দৌড়ে কার সামনে কেমন সমীকরণ    

    ম্যানচেস্টার ইউনাইটেডকে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে হারিয়ে আসলো আর্সেনাল। সেই সাথে শিরোপার লড়াইটা শেষ দিনেই নিয়ে গেল তারা। মিকেল আরতেতা, কাই হ্যাভার্টজরা আশাবাদী এবার আর শিরোপা হাতছাড়া হবে না তাদের। তবে সেটার জন্য শেষ ম্যাচে নিজেদের কাজটা ঠিকভাবে করতে হবে।

    গানারদের জন্য তার চেয়েও কঠিন কাজ বোধহয় নগর প্রতিদ্বন্দ্বী টটেনহামের পক্ষে গলা ফাটানো। আপাতত সব শত্রুতা ভুলে স্পার্সের জন্য সমর্থন থাকছে আর্সেনালের তরফ থেক। আজ ম্যাচ শেষে তো হ্যাভার্টজ বলেই বসলেন, পরের ম্যাচে তিনি টটনেহামের সবচেয়ে বড় সমর্থক হতে যাচ্ছেন। কারণ ম্যানচেস্টার সিটিকে আটকানোর সামর্থ্য শুধু তাদেরই আছে। তার চেয়ে বড় কথা - টটেনহামের নিজেদের জন্যই ম্যাচটা জেতাটা জরুরি। চ্যাম্পিয়নস লিগের জায়গা দখল করতে হলে শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের, সেই সাথে অ্যাস্টন ভিলার দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।

     

    শিরোপার দৌড়ে কার সামনে কে প্রতিপক্ষ

     

    আর্সেনাল:

    এভারটন (হোম ম্যাচ)

     

    ম্যানচেস্টার সিটি:

    টটেনহাম (অ্যাওয়ে ম্যাচ)

    ওয়েস্ট হাম (হোম ম্যাচ)

     

    আজ জয় দিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে উঠেছে আর্সেনাল। তবে ম্যানচেস্টার সিটির হাতে এক ম্যাচ বেশি আছে। সেই একটা ম্যাচই হয়ত গড়ে দিতে পারে শিরোপার ভাগ্য। আপাত ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে সিটি দ্বিতীয় স্থানে থাকলেও ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালকে নিয়ে তাদের মাথা ঘামাতে হবে না, যদি তারা তাদের ম্যাচ দুটো জিতে যায়। অন্যথায় সমীকরণের মারপ্যাঁচে পড়তে হবে। আর্সেনাল শেষ ম্যাচে জিতলে আর সিটি কোনো এক ম্যাচে ড্র করে বসলে এখনকার অবস্থা অনুযায়ী আর্সেনালের হাতেই উঠবে শিরোপা। কারণ গোল ব্যবধানে এখনও তারা এগিয়ে। সিটির ৫৮ গোল ব্যবধানের বিপরীতে গানারদের গোল ব্যবধান ৬১।

     

    চ্যাম্পিয়নস লিগের দৌড়ে কার সামনে কে প্রতিপক্ষ:

     

    অ্যাস্টন ভিলা:

    লিভারপুল (হোম ম্যাচ)

    ক্রিস্টাল প্যালেস (অ্যাওয়ে ম্যাচ)

     

    টটেনহাম:

    ম্যানচেস্টার সিটি (হোম ম্যাচ)

    শেফিল্ড (অ্যাওয়ে ম্যাচ)

     

    দুই দলের হাতেই বাকি দুই ম্যাচ। এমতাবস্থায় চার পয়েন্ট এগিয়ে এক পা চ্যাম্পিয়নস লিগে দিয়েই রেখেছে ভিলা। টটেনহামের জন্য রাস্তাটাও কঠিন সিটির জন্য। অবশ্য সেই তুলনায় অ্যাস্টন ভিলার শেষ দুই ম্যাচের প্রতিপক্ষও সহজ নয়। শেষ দিকে এসে পা হড়কালেও ইয়ুর্গেন ক্লপকে যোগ্য সম্মান দিয়েই বিদায় দিতে চাইবে তিনে থাকা লিভারপুল। তবে ভিলা পার্কে কিছু একটা করে দেখানোর আশা রাখতেই পারে উনাই এমেরির দল। আপাতত ভিলার ৬৭ পয়েন্টের বিপরীতে টটেনহামের পয়েন্ট ৬৩; সেই সাথে গোল ব্যবধানেও ৮ ব্যবধানে এগিয়ে ভিলা। টটেনহামের তাই জয়ের পাশাপাশি লিভারপুল, ক্রিস্টাল প্যালেসের দিকেও তাকিয়ে থাকতে হবে।