• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শেষ দিনে আর্সেনাল-সিটির পয়েন্ট সমান হলে কী হবে?

    শেষ দিনে আর্সেনাল-সিটির পয়েন্ট সমান হলে কী হবে?    

    টটেনহামের বিপক্ষে শেষ মুহূর্তের জয় দিয়ে প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট তালিকার শীর্ষে ম্যান সিটি। আর্সেনাল-সিটি দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে ওয়েস্ট হামকে নিজেদের মাঠে হারালেই সিটি চ্যাম্পিয়ন। কিন্তু যদি সিটি ওয়েস্ট হামের সাথে জিততে না পারে আর আর্সেনাল এভারটনকে হারায় তাহলে কী হবে?

     

     

    শেষ ম্যাচে যদি সিটি ড্র করে আর আর্সেনাল জেতে তাহলে দুই দলের পয়েন্ট সমান হবে। তখন গোল ব্যবধান দেখা হবে। যেখানে আর্সেনাল এগিয়ে , তাই দুই দলের সমান পয়েন্ট হলে আর্সেনালই চ্যাম্পিয়ন হবে। কিন্তু কোনো কারণে যদি দুই দলের গোল ব্যবধান সমান হয় তাহলে কে গোল বেশি দিয়েছে সেটা দেখা হবে। এখানে সিটি এই মুহূর্তে এগিয়ে। আর যদি কোনো কারণে এখানেও সমতা থাকে তাহলে হেড টু হেড রেকর্ড দেখা হবে। এখানেও দুই দল সমান, নিজেদের মধ্যে তারা ড্র করেছে। এরপর দেখা হবে কার অ্যাওয়ে গোল কত বেশি। তবে সিটি জিতলে এত সব হিসেব নিকেশের দরকার হবে না।