• ইউরো ২০২৪
  • " />

     

    ইউরো কোয়ার্টার ফাইনালে কাদের প্রতিপক্ষ কারা

    ইউরো কোয়ার্টার ফাইনালে কাদের প্রতিপক্ষ কারা    

    গত রাতে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে বেলজিয়ামের বিদায় ঘণ্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে ফ্রান্স। তবে নাটকীয়তায় পূর্ণ ম্যাচে পর্তুগাল যে কোয়ার্টার ফাইনালে গেল, সেই সৌভাগ্য তাদের নাও হতে পারত। ম্যাচের মাঝেই পেনাল্টি মিস করে যেভাবে ভেঙে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তাতে পুরো দল ভড়কে যেতেই পারত। সেরকমটা হয়নি গোলরক্ষক ডিয়োগো কস্তার সুবাদে। স্লোভেনিয়ার তিনটি পেনাল্টিই ঠেকিয়ে রীতিমত মহানায়ক বনে গিয়েছেন তিনি। পুরো ম্যাচ জুড়ে যেখানে ইয়ান ওবলাক ছিলেন দেয়াল, সেখানে ম্যাচ শেষে কস্তার বন্দনায় ভেসেছে সবাই।

    কোয়ার্টার ফাইনালটা পর্তুগালের জন্য হতে যাচ্ছে আরও কঠিন। প্রতিপক্ষ যে গত রাতেই আগের ম্যাচে জয় পাওয়া ফ্রান্স। ফ্রান্স অবশ্য বেলজিয়ামের বিপক্ষে আহামরি খেলে যে জিতেছে তা নয়; ইয়ান ভার্টোঙ্গেন নিজ জালে বল জড়ানোয় নিজেদের কিছুটা ভাগ্যবান মনে করতেও পারে ফ্রেঞ্চরা। তবে কোয়ার্টার ফাইনালে যে দু দলের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই হতে যাচ্ছে সেটা হলফ করেই বলা যায়।

    আজ শেষ দিনে ঠিক হবে কোয়ার্টার ফাইনালের পুরো লাইন আপ। তবে এরই মধ্যে ঠিক হয়ে গিয়েছে তিনটি ম্যাচ। সেগুলোই এক নজরে দেখে নেওয়া যাক।

     

    ইংল্যান্ড-সুইজারল্যান্ড
    ৬ জুলাই, রাত ১০.০০

    স্পেন-জার্মানি
    ৫ জুলাই, রাত ১০.০০

    পর্তুগাল-ফ্রান্স
    ৬ জুলাই, রাত ১.০০