• আফগানিস্তান-বাংলাদেশ, ২০২৪
  • " />

     

    ঘাজানফারের ঘূর্ণিতে নাকাল বাংলাদেশ

    ঘাজানফারের ঘূর্ণিতে নাকাল বাংলাদেশ    

    ১ম ওয়ানডে, শারজাহ (টস - আফগানিস্তান/ব্যাটিং)
    আফগানিস্তান - ২৩৫,৪৯.৪ ওভার (নবী ৮৪, শহীদি ৫২, খারোটে ২৭*, তাসকিন ৪/৫৩, মোস্তাফিজ ৪/৫৮, শরিফুল ১/৩৪)
    বাংলাদেশ - ১৪৩, ৩৪.৩ ওভার (শান্ত ৪৭, সৌম্য ৩৩, মিরাজ ২৮, ঘাজানফার ৬/২৬, রশিদ ২/২৮, ওমরযাই ১/১৬)
    ফলাফল - আফগানিস্তান ৯২ রানে জয়ী


     

    ১২০/২ থেকে ১৪৩ রানে অলআউট! পুরো ম্যাচের সারমর্ম আসলে এই এক পরিসংখ্যানেই দিয়ে দেওয়া যায়। জয়ের দিকে এগুতে থাকা বাংলাদেশের স্মানে যম রূপে আবির্ভূত হলেন রহস্য স্পিনার আল্লাহ ঘাজানফার। ফলাফল? প্রায় শতরানের কাছাকাছি এক হারে সিরিজ শুরু।

    ২৩৬ রানের লক্ষ্যে বাংলাদেশেরটাও মনঃপুত হয়নি। শুরুতেই তানজিদ তামিমের রক্ষণ গলে স্টাম্প উপড়ে পথ দেখান সেই ঘাজানফার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবশ্য প্রথম পাওয়ারপ্লেতে ৫৪ রান তুলে ফেলে বাংলাদেশ। বাউন্সারে একবার আকাশে বল ভাসিয়েও ইকরামের বদান্যতায় জীবন পেয়ে সৌম্যকে নিয়ে ছুটছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ফারুকী, রশিদদের মোকাবেলা করে সৌম্যও দেখাচ্ছিলেন পরিশীলিত ব্যাটিং। ওমরযাইকে আক্রমণ করতে গিয়ে অবশ্য ৩৩ রানে ফেরেন সৌম্য।

    উইকেটে এসেই ১ রানের মাথায় জীবন পান চারে নামা মিরাজ। পরে আরও একবার স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যান তিনি। আফগানরা ফিল্ডিংয়ে গাফিলতি করতে থাকলেও বাংলাদেশি ব্যাটারদের খোলসে ঢুকে যাওয়াটা আঁচ করতে পেরেই চেপে বসেন তারা। স্লিপ থেকে যেমন ফিল্ডার সরছিল না, তেমনি আঁটসাঁট ছিল তাদের লাইন। ফিফটির কাছাকাছি এসে বল হজম করতে থাকা শান্ত ঠিকই চাপে কাবু হলেন। ৪৭ রানে নবীর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন। কিছুক্ষণ পরেই মিরাজ ফিরলেন ৫১ বলে ২৮ রানের দুঃসহ এক ইনিংস শেষে।

    সেই যে মিরাজকে ফিরিয়ে ১৩২ রানে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটালেন ঘাজানফার, সেখান থেকেই তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। পরের ৯ রানে নেই ৬ উইকেট! রশিদের দুর্দান্ত গুগলি পড়তে পারলেন না মাহমুদউল্লাহ। মুশফিক বুঝলেন না ঘাজানফারের ক্যারম বল, উইকেট দিয়ে আসলেন পেছনে ক্যাচ দিয়ে। ঘাজানফারের আরেকটি ভ্যারিয়েশন পড়তে না পেরে এলবিডব্লিউর ফাঁদে রশিদ। বাইশ গজে তখন যেন চলছে ঘাজানফারের উইকেট নেবার অনুশীলন, আর তাতে বলির পাঁঠা একেক বাংলাদেশি ব্যাটার। ২৩ বলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তাই হেরে বসল ৯২ রানের বিশাল ব্যবধানে। আর তরুণ স্পিনার ঘাজানফার মাত্র ২৬ রানে ৬ উইকেট নিয়ে তাতে নেতৃত্ব দিলেন।