• " />

     

    ভুলের জন্য ১৮ ম্যাচ নিষিদ্ধ!

    ভুলের জন্য ১৮ ম্যাচ নিষিদ্ধ!    

     

    একটা ম্যাচে আম্পায়ার বা রেফারিদের ভুল সিদ্ধান্ত দেয়ার শাস্তি কী হতে পারে? বেশীরভাগ ক্ষেত্রে দৃশ্যত কোনো শাস্তিই হয় না। তবে জুবো মিলিসেভিচ এমন কথায় ঘোর আপত্তি জানাতে পারেন। এক ম্যাচে ‘অত্যধিক’ ভুল সিদ্ধান্ত দেয়ার দায়ে বসনিয়ান এই লাইন্সম্যানকে যে বসে থাকতে হচ্ছে ১৮টি ম্যাচ!

     

    বসনিয়ার প্রিমিয়ার লিগের শনিবারের এক ম্যাচে উপর্যুপরি ভুল সিদ্ধান্ত দিয়ে যান মিলিসেভিচ। আর সে কারণেই ‘বেরসিক’ কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করে দেয় ১৮ ম্যাচের জন্য। তবে ঠিক কী ধরণের ভুল তিনি করেছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।

     

    এর ফলে এ বছর আর কাজে ফেরা হচ্ছে না মিলিসেভিচের। আপাতত অখণ্ড অবসরে ভদ্রলোক নিজেকে কিছুটা ঘষেমেজে নিতে পারেন!