• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শোয়েনস্টাইগারকে অপমান করেছেন মরিনহো!

    শোয়েনস্টাইগারকে অপমান করেছেন মরিনহো!    

    ২০১৪ সালে জার্মানদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।  দু’ বছরের ব্যবধানে বাস্তিয়ান শোয়েনস্টাইগার একরকম নামমাত্রই থাকলেন ইউরো দলে। টুর্নামেন্টের পরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ও বলে দিলেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সম্ভব সবচেয়ে খারাপ অভিজ্ঞতাটাও হয়ে গেলো জার্মান মিডফিল্ডারের। ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল আরও আগেই, এবার জানা গেলো শোয়েইনিকে একরকম অপমান করেই মূল দলের ড্রেসিং রুম থেকে বের করে দিয়েছেন নতুন কোচ হোসে মরিনহো!

     

     

    বেশ কিছুদিন ধরেই ইউনাইটেডের মূল দলের সাথে অনুশীলনে দেখা যায় নি শোয়েনস্টাইগারকে। চীনে ইউনাইটেডের প্রাক মৌসুম দলেও মরিনহো তাঁকে নেন নি। এরপর সম্প্রতি দেখা যায়, ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলন করছেন তিনি।  সে সূত্র ধরে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, মরিনহো সরাসরিই বাস্তিয়ানকে মূল দলের লকার রুম খালি করে যুব দলের সাথে যোগ দিতে বলেছেন। এ প্রসঙ্গে শোয়েইনির বড় ভাই টবি শোয়েনস্টাইগার গতকাল সোমবার মরিনহোর প্রতি ইঙ্গিত করে 'নো রেসপেক্ট' বলে একটি টুইটও করেন।

     

    গত বছর বায়ার্ন মিউনিখ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া শোয়েনস্টাইগারের ইংলিশ ফুটবল অভিষেকটা ভালো হয় নি। সে সুবাদে মরিনহোর দলে তাঁর জায়গা না হওয়াটা একরকম অনুমিতই ছিল। তবে সেটা এতোটাই তিক্ত রূপ নেবে তা কে ভেবেছিল? শোনা যাচ্ছে, মিলানের দুই 'রাইভাল'ই আগ্রহী গতকাল বত্রিশে পা রাখা জার্মান মিডফিল্ডারকে দলে ভেড়াতে। পরিস্থিতি যেমন দেখা যাচ্ছে, আপাতত ইতালিই হতে পারে শোয়েইনির নতুন গন্তব্য।