'মরিনহোর জেল হওয়া উচিৎ'
তাঁর সাথে রেড ডেভিলদের চুক্তি ছিল তিন বছরের। তবে এক বছর না যেতেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পথে বাস্তিয়ান শোয়েনস্টাইগার। সেটা স্বাভাবিক প্রক্রিয়ায় হলে বড় করে খবরের শিরোনাম হওয়ার কোনো কারণ ছিল না। তবে জার্মান মিডফিল্ডারকে মূল স্কোয়াড থেকে বের করে দিয়ে যুব দলের সাথে অনুশীলনে ‘বাধ্য’ করিয়ে একরকম তোপের মুখেই আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হোসে মরিনহো। সমালোচকদের দলে যোগ দিয়ে এবার পর্তুগিজ ম্যানেজারের কারাদণ্ডের দাবী তুলেছেন ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠনের এক সদস্য।
শোয়েইনিকে যুব দলের সাথে অনুশীলন করানোয় মরিনহোর প্রতি অসন্তোষ জানিয়ে সম্প্রতি টুইট করেন শোয়েনস্টাইগারের বড় ভাই ও বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলের কোচ টবি শোয়েনস্টাইগার। এবার বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানাচ্ছেন ফিফপ্রো সদস্য দেজান স্টেফানোভিচ, “এটা পরিষ্কার নিপীড়ন। এভাবে বাস্তিয়ানকে হেয় করা হচ্ছে। স্লোভেনিয়ায় হলে আমরা মরিনহোকে কাঠগড়ায় তুলে তাঁর তিন বছর জেলের দাবী তুলতাম। যে কোনো ধরণের হয়রানির জন্য এখানে পরিষ্কার আইন আছে, সর্বোচ্চ তিন বছরের সাজা।”
এমনটা করার কোনো অধিকার মরিনহোর নেই বলেই মনে করেন স্লোভেনিয়ান ফুটবলারদের সংগঠনের এই প্রধান, “মরিনহো খুব বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। মূল দলের প্রত্যেকটা খেলোয়াড়ের মূল দলের কোচ ও বাকি সদস্যদের সাথে একই স্থানে, একই সময়ে অনুশীলন করার কথা। এটা প্রত্যেকটা ক্লাবের ক্ষেত্রে মানা উচিৎ এবং ফিফার নীতিমালাতেও এটা থাকা প্রয়োজন।”
স্টেফানোভিচ মনে করেন, শোয়েনস্টাইগারের উচিৎ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ফিফপ্রোকে অভিযোগ জানানো এবং তিনি নিজেও এমন আচরণের জন্য মরিনহোর শাস্তির দাবী তুলবেন।
এর আগে এ ঘটনায় ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট বলেন, তাঁর দলের কোনো কোনো সদস্য ভবিষ্যতে এ ধরণের কোনো ক্লাবে খেলতে যাওয়ার বিষয়টি নতুন করে ভেবে দেখছেন।