• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    হার দিয়ে শুরু ইউরো চ্যাম্পিয়নদের

    হার দিয়ে শুরু ইউরো চ্যাম্পিয়নদের    

    দলে ছিলেন না অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর অভাবটা ভালোই ভুগিয়েছে পর্তুগালকে। গতকাল সেন্ট জ্যাকব পার্কে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে পর্তুগাল।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। কিন্তু ২৩ মিনিটে তাদের চমকে দেন ব্রিল এমবোলো, দারুণ এক হেডে সুইসদের এগিয়ে দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডমির মেহমেদি।

    দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল পাচ্ছিল না পর্তুগিজরা। পুরো ম্যাচে ২৭ বার গোলপোস্টে শট নেয় তারা, যেখানে সুইসরা নিয়েছিল মাত্র ১১ বার। ৮২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নানি, তাঁর হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। এরপর আর কোনো আক্রমণই সফল হয়নি। ৯২ মিনিটে সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

    দুই বছর আগে দায়িত্ব নেয়া কোচ ফারনান্দো সান্তোস টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে দলকে অপরাজিত রেখেছিলেন। সেই যাত্রায় ছিল গত ইউরো জয়ও। এই পরাজয়ের মাধ্যমে থেমে গেল তাঁর জয়রথ।

    ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে ফারো আইল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাঙ্গেরি। অ্যান্ডোরাকে ১-০ গোলে হারিয়েছে লাটভিয়া।