কস্তা ছাড়াই ভয়ঙ্কর কন্তের চেলসি!
লেস্টার সিটির বিপক্ষে ডিয়েগো কস্তার দলে না থাকার কথা জানা গিয়েছিল আগেই। প্রিমিয়ার লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতার দলে না থাকাটা দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছিল চেলসি সমর্থকদের জন্য। তবে লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মুছে গেছে সেই চিন্তার বলিরেখা। ডিয়েগো কস্তা নন, ফক্সদের বিপক্ষে চেলসির জয়ের নায়ক আরেক স্প্যানিশ!
চেলসির লেফটউইংব্যাক মার্কোস আলোনসো জোড়া গোল করে অবদান রেখেছেন দলের জয়ে। তৃতীয় গোলটিও অবশ্য আরেক স্প্যানিশেরই! ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে হেড থেকে গোল করে ব্যবধানটা ৩-০ তে নিয়ে যান পেদ্রো।
কস্তার না থাকা প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা লেস্টার সিটির জন্য সুখবর হয়েই এসেছিল। ঘরের মাঠে অনেকদিন পর জয়ের আশাও করছিলেন লেস্টার সমর্থকেরা। তবে আরও একবার হতাশ হয়েই বাড়ি ফিরতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। মাত্র ৬ মিনিটেই মার্কোস আলোনসোর ডান পায়ের শট লেস্টারের জালে জড়ায়। শুরুতেই পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৫১ মিনিটে আলোনসোর দ্বিতীয় গোলের পর একদমই থিতিয়ে যায় লেস্টারের চেষ্টা। শেষ পর্যন্ত আরও একটি হতাশাজনক হার নিয়েই ম্যাচ শেষ করে লেস্টার সিটি।
এই জয়ের পর ২১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়নরা। চোখ রাঙাচ্ছে অবনমনও! অন্যদিকে দ্বিতীয়তে থাকা টটেনহ্যাম হটস্পার্সের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে থেকে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল চেলসি। প্রিমিয়ার লিগে সবার আগে পয়েন্টের হাফ সেঞ্চুরিটা এলো চেলসির হাত ধরেই। অথচ আগের মৌসুমে সবমিলিয়ে মাত্র ৫০ পয়েন্ট অর্জন করতে পেরেছিল লন্ডনের ক্লাবটি।
৭ পয়েন্টের ব্যবধানটা অবশ্য এর আগে কয়েক ঘণ্টার জন্য কমাতে পেরেছিল স্পার্স। হ্যারি কেনের হ্যাটট্রিকে ওয়েস্টব্রমকে ৪-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। টটেনহ্যামের মতো ৪-০ গোলের জয় পেয়েছে তাদের নর্থ লন্ডন প্রতিবেশি আর্সেনালও। জিরু আর সানচেজ গোল করেন সোয়ানসির বিপক্ষে। বাকি দু'টিই ছিল আত্মঘাতী গোল।