• " />

     

    ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক রুট

    ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক রুট    

    চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন অ্যালেস্টার কুক। তাঁর উত্তরসূরি হিসেবে জো রুটের নামটা শোনা যাচ্ছিল ক’দিন ধরেই। সেটাই আনুষ্ঠানিকভাবে জানানো হল আজ। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা জো রুটই হচ্ছেন ইংলিশদের টেস্ট দলের নতুন অধিনায়ক। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু করবেন ক্যাপ্টেন্সির ক্যারিয়ার।

     

    টেস্টে ইংল্যান্ডের ৮০তম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেবেন কুক, “টেস্ট অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় সম্মানের। একইসাথে নিজেকে ধন্য, গর্বিত ও রোমাঞ্চিত মনে হচ্ছে। দারুণ একটা দলের নেতৃত্ব দিতে যাচ্ছি সামনে। কুকের অর্জনগুলোর ওপর দাঁড়িয়ে আগামীতে আমাদের প্রতিভাসমূহের সর্বোচ্চ সদ্ব্যবহারই করতে চাই।”

     

    কুকের সহকারী হিসেবে এতদিন দায়িত্ব পালন করা রুট পূর্ণ অধিনায়ক হয়ে যাওয়ায় তাঁর সহকারী হতে যাচ্ছেন বেন স্টোকস।


    ২০১২ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে এ পর্যন্ত রুট রান করেছেন ৪,৫৯৪। এই সময়ে তাঁর চেয়ে বেশি টেস্ট রান নেই আর কারো। আর সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এই সময়কালে রুটের চেয়ে বেশি রান আছে কেবল ভারতের অধিনায়ক বিরাট কোহলির।