আইপিএলেও অধিনায়ক থাকছেন না ধোনি
কিছুদিন আগেই ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়েছেন। এবার আইপিএলেও অধিনায়ক হিসেবে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। আগামীকাল আইপিএলের দশম আসরের ক্রিকেটার নিলামের আগেই রাইজিং পুনে সুপারজায়ান্টের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন ধোনি। ২০১০, ২০১১ সালে দলকে জিতিয়েছেন শিরোপা। ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগের ট্রফিও উঠেছে তাঁর হাতেই। তবে চেন্নাই সুপার কিংস আইপিএল থেকে নিষিদ্ধ হলে নতুন ফ্র্যাঞ্চাইজি দল পুনের অধিনায়ক হন ধোনি। এখানে অবশ্য চেন্নাইয়ের মতো সাফল্য পাননি। মাত্র পাঁচটি জয় নিয়ে তাঁর দল পয়েন্ট তালিকার একেবারে তলানির দিকে ছিল।
ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে নিজের সবকয়টি ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছেন। গত মৌসুমে পুনের হয়ে ১২ ইনিংসে ২৮৪ রান করেন তিনি। এবার স্মিথের অধীনেই খেলবেন তিনি।