আরো তিন বছর খেলবেন ফেদেরার
বয়স ৩৬ ছুঁই ছুঁই। গত কয়েক বছর ধরে ইনজুরিটাও ভালোই ভোগাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, খুব বেশিদিন হয়তো কোর্টে দেখা যাবে না রজার ফেদেরারকে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরও তিন বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজ শহর বাসেলের ‘সুইস ইনডোর টুর্নামেন্টে’ ২০১৯ সাল পর্যন্ত খেলার চুক্তি সই করেছেন ফেদেরার।
দীর্ঘ ছয় মাস হাঁটুর ইনজুরিতে ভুগে জানুয়ারিতে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনে স্বরূপে ফিরেই জিতেছেন নিজের ১৮ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তবে কতদিন খেলা চালিয়ে যাবেন, এ নিয়ে সংশয় কাটছিল না। ভক্তদের আনন্দে ভাসিয়ে ফেদেরার আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন, “ঘরের কোর্টে ফেরার জন্য মুখিয়ে আছি আমি। বাসেলে খেলতে পারাটা বরাবরই আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। আশা করি কমপক্ষে আরও তিন বছর খেলবো সেখানে। ”
১৯৯৮ সালে অভিষেকের পর বাসেলের এই টুর্নামেন্ট জিতেছেন সাত বার। গত বছর ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার অক্টোবরে অনুষ্ঠিত ইভেন্টিতে খেলতে পারবেন বলেই আশা করছেন ‘ফেডেক্স’।