• " />
  X
  GO11IPL2020

   

  আরো তিন বছর খেলবেন ফেদেরার

  বয়স ৩৬ ছুঁই ছুঁই। গত কয়েক বছর ধরে ইনজুরিটাও ভালোই ভোগাচ্ছে। অনেকেই ভেবেছিলেন, খুব বেশিদিন হয়তো কোর্টে দেখা যাবে না রজার ফেদেরারকে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরও তিন বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজ শহর বাসেলের ‘সুইস ইনডোর টুর্নামেন্টে’ ২০১৯ সাল পর্যন্ত খেলার চুক্তি সই করেছেন ফেদেরার।

   

  দীর্ঘ ছয় মাস হাঁটুর ইনজুরিতে ভুগে জানুয়ারিতে ফিরেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনে স্বরূপে ফিরেই জিতেছেন নিজের ১৮ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তবে কতদিন খেলা চালিয়ে যাবেন, এ নিয়ে সংশয় কাটছিল না। ভক্তদের আনন্দে ভাসিয়ে ফেদেরার আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন, “ঘরের কোর্টে ফেরার জন্য মুখিয়ে আছি আমি। বাসেলে খেলতে পারাটা বরাবরই আমার কাছে অন্যরকম একটা অনুভূতি। আশা করি কমপক্ষে আরও তিন বছর খেলবো সেখানে। ”

   

   

  ১৯৯৮ সালে অভিষেকের পর বাসেলের এই টুর্নামেন্ট জিতেছেন সাত বার। গত বছর ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার অক্টোবরে অনুষ্ঠিত ইভেন্টিতে খেলতে পারবেন বলেই আশা করছেন ‘ফেডেক্স’।

  প্রিয় প্যাভিলিয়ন পাঠক, 

  কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।

  ধন্যবাদান্তে,
  প্যাভিলিয়ন