এক সপ্তাহের মধ্যেই ইউনাইটেড ছাড়ছেন রুনি?
গুঞ্জনটা অনেক দিনের। ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার খবরটা এতদিন শুধু ‘গুজব’ ভাবা হয়েছিল। তবে এবার মনে হয় সত্যি সত্যিই ইংলিশ প্রিমিয়ার লিগকে বিদায় জানাচ্ছেন তিনি। রেকর্ড ট্রান্সফার ফিতে ইউনাইটেড ছেড়ে চীনের একটি ক্লাবে চলে যেতে পারেন ইংল্যান্ড অধিনায়ক!
গতকাল ইউনাইটেড কোচ হোসে মরিনহো রুনির বিদায়ের কিছুটা আভাস দিয়েছিলেন, “আমি নিজেই সামনের সপ্তাহে থাকবো কিনা জানি না। তাহলে একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে কীভাবে নিশ্চয়তা দিতে পারি?” তাঁর এই মন্তব্যের পর থেকেই অনেকে মনে করছেন, ইউনাইটেড জার্সি গায়ে হয়তো আর দেখা যাবে না রুনিকে। ইংলিশ পত্রিকা ‘দা মিরর’ বলছে, ৩০ মিলিয়ন পাউন্ডে চাইনিজ সুপার লিগে যাচ্ছেন রুনি। আরেক ইংলিশ পত্রিকা ‘দা সান’ জানিয়েছেন, চীনে রুনির সাপ্তাহিক আয় হবে ১ মিলিয়ন পাউন্ড, যা কিনা ফুটবল বিশ্বে সর্বোচ্চ!
যদিও রুনি অথবা ইউনাইটেডের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি। সময়ই বলে দেবে রুনি শেষ পর্যন্ত কোথায় থাকবেন।