'অকৃতজ্ঞ' ইংলিশদের ধুয়ে দিচ্ছে ইতালির গণমাধ্যম
গত মৌসুমেই রীতিমতো রূপকথার জন্ম দিয়ে লেস্টার সিটিকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপা। গত মাসে জিতেছেন ফিফার বর্ষসেরা কোচের সম্মাননা। সেই ক্লদিও রানিয়েরিকে কিনা মৌসুমটাও শেষ করতে দিলো না ইংলিশ ক্লাবটি, আচমকা তাঁকে বরখাস্ত করে বড় রকমের হৈচৈই ফেলে দিয়েছে ফুটবল দুনিয়ায়। বাকি বিশ্বের মতো এমন ঘটনায় হতভম্ব রানিয়েরির নিজের দেশ ইতালি। দেশটির গণমাধ্যমগুলোর আজকের প্রথম পাতা জুড়ে আছেন ৬৫ বছর বয়সী এই কোচ। সেই সাথে কড়া সব শিরোনামে ধুয়ে দেয়া হচ্ছে ইংলিশদের।
ইতালির সব মিডিয়ার মনোভাবটুকু কয়েক শব্দে ফুটিয়ে তুলেছে লা গেজেটা ডেলো স্পোর্টস। হলুদ হরফে ‘রানিয়েরিকে অব্যাহতি’ শব্দ দুটোর নীচে মোটা দাগে সাদা অক্ষরে লেখা, ‘অকৃতজ্ঞ ইংলিশ’। পিছনে রানিয়েরির নত মস্তকের ছবির ওপর সারমর্মে লেখা, “যে রূপকথায় মন্ত্রমুগ্ধ হয়েছিল বিশ্ব, লেস্টার সেটায় কালিমা লেপন করে দিলো।”
দৈনিকটির ভিতরের সম্পাদকীয়তে লেখা, “রানিয়েরিকে সঙ্গে নিয়ে যে ক্লাবটি বিশ্বমিডিয়ার কাছে এক যুবরাজের সম্মান পেয়েছিল, তাঁরা আবার সাধারণ ব্যাঙের বেশে ফিরে গেলো।”