• " />
  X
  GO11IPL2020

   

  আপনার চোখে বাংলাদেশের ওরা ১১ জন

  দেখতে দেখতে পেরিয়ে গেল ১৬ বছরেরও বেশি। এই সময়ে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন আশিরও বেশি ক্রিকেটার। তাদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নিতে বললে কাদের নেবেন আপনি? আপনার চোখে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা দুইজন ওপেনার, চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন উইকেটকিপার এবং চারজন বোলারকে নির্বাচিত করতে পারবেন। অন্তত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটারদেরই শুধু এই তালিকায় রাখা হয়েছে।


   

  প্রিয় প্যাভিলিয়ন পাঠক, 

  কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।

  ধন্যবাদান্তে,
  প্যাভিলিয়ন