পদত্যাগ করলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর
‘তিন মোড়লের নীতি’ থেকে আইসিসিকে বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দায়িত্ব পাওয়ার পর থেকেই। এসব নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্বটা দিন দিন বাড়ছিল। এবার দায়িত্ব নেওয়ার এক বছর না যেতেই পদত্যাগ করলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
আজ দুপুরে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের কাছে জমা দেওয়া এক চিঠিতে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন মনোহর, “ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নিরপেক্ষভাবে কাজ করার। বোর্ড সদস্য এবং অন্যান্য নির্বাহী পরিচালকদের সাথে নিয়ে কাজ করাটা আনন্দের ব্যাপার ছিল। তবে ব্যক্তিগত কারণে আমার পক্ষে আর এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমার সাথে কাজ করা সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আইসিসিকে অনেক শুভকামনা। আশা করি ভবিষ্যতে তাঁরা ভালো কিছু করবে।” আগামী ২৪ এপ্রিলের বৈঠকে পরবর্তী সভাপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে।
২০১৪ সাল থেকে চালু হওয়া ‘তিন মোড়লের নীতি’ নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিল আইসিসি। ২০১৬ সালের মে মাসে দায়িত্ব নিয়ে মনোহর এই নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এক বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়, আইসিসি এই বিতর্কিত নীতি থেকে সরে আসবে এবং সব বোর্ডের মাঝে অর্থের সমবন্টন হবে। তবে মনোহরের পদত্যাগ এই সিদ্ধান্তের ভবিষ্যৎকে কিছুটা অনিশ্চিতই করে তুলল বৈকি!