• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    রোনালদোর জোড়া গোলে পর্তুগালের সহজ জয়

    রোনালদোর জোড়া গোলে পর্তুগালের সহজ জয়    

    আগের তিন ম্যাচে ৭ গোল করে ফর্মের তুঙ্গে ছিলেন। কালকের ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলেই বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে পর্তুগাল।

     

    লিসবনে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে পর্তুগীজরা। ২১ মিনিটেই দলকে এগিয়ে নিতে পারতেন সিআর সেভেন, তবে পোস্টের মাত্র ছয় গজ দূর থেকে করা তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলকে। ৩২ মিনিটে রাফায়েল গেরেরোর পাসে দলকে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। ঠিক তাঁর চার মিনিট পরেই ম্যাচে নিজের প্রথম গোল করেন রোনালদো, সেই রাফায়েলের পাসেই এসেছে গোলটা।

     

     

    দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। ৬৫ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। এই নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়ালো ৭০। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পর্তুগাল।

     

    গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি, ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে ফারো আইল্যান্ডস।

     

    বাছাইপর্বের অন্য ম্যাচে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। অন্যদিকে আবারও হেরেছে নেদারল্যান্ডস।  বুলগেরিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে গেছে ডাচরা। গ্রিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।